জাতিসংঘ বাংলাদেশের সার্বিক পরিস্থিতি উত্তরণে জাতীয় সংলাপের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। শনিবার (১৫ মার্চ) বিকেল ৫টায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব বলেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ এখনও যে ভূমিকা রাখছে, তা প্রশংসনীয়। তিনি জানান, জাতিসংঘ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
গুতেরেস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ নিয়েও আলোচনা করেন। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ও টেকসই উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘ সহযোগিতা চালিয়ে যাবে।
এদিন জাতিসংঘ মহাসচিব গুলশানে জাতিসংঘের নতুন ভবন ‘ইউএন হাউস ইন বাংলাদেশ’ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস। উদ্বোধনের পর গুতেরেস জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন এবং নতুন ভবন পরিদর্শন করেন।
জাতিসংঘ মহাসচিবের এই সফর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা।