1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার মার্কিন ডলার জরিমানা করলো উচ্চ আদালত - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার মার্কিন ডলার জরিমানা করলো উচ্চ আদালত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৭ লাখ ৪১ হাজার মার্কিন ডলার জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উচ্চ আদালত। বৃহস্পতিবার (৩ এপ্রিল) লন্ডন হাইকোর্ট এক চূড়ান্ত রায়ে এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআই-সিক্সটিনের (MI6) সাবেক কর্মকর্তা ক্রিস্টোফার স্টিল ২০১৭ সালের জানুয়ারিতে একটি প্রবন্ধ লেখেন, যেখানে তিনি দাবি করেন যে ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার গোয়েন্দা সংস্থার সহায়তায় জয়লাভ করেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া, ট্রাম্পের ২০১৩ সালের মস্কো সফরে রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি’র সঙ্গে তার ‘সমঝোতা’ হয় বলেও প্রবন্ধে উল্লেখ ছিল।

প্রবন্ধে ট্রাম্পের অতীত জীবনের কিছু কথিত যৌন অসদাচরণের বিষয়ও প্রকাশ্যে আনা হয়েছিল, যেগুলো ট্রাম্প পুরোপুরি অস্বীকার করেন এবং দাবি করেন, সব তথ্যই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

এরই প্রেক্ষিতে ২০২২ সালে যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইনের আওতায় স্টিলের মালিকানাধীন ‘অরবিস বিজনেস ইন্টেলিজেন্স’ নামের কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেন ট্রাম্প। যদিও কোম্পানি শুরু থেকেই জানিয়ে আসছিল, প্রবন্ধের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো সম্পৃক্ততা নেই এবং এটি ছিল ব্যক্তিগত গবেষণার ভিত্তিতে লেখা।

মামলার শুনানির শুরু থেকেই বিচারক ক্যারেন স্টেইন একাধিকবার জানিয়েছেন যে, মামলার যথাযথ ভিত্তি নেই। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তিনি বলেন, “এই মামলা ব্যর্থ হওয়ার পথে রয়েছে।” শেষপর্যন্ত আদালতের চূড়ান্ত রায়ে ট্রাম্পের মামলা খারিজ করে তাকে বিপুল অঙ্কের জরিমানা পরিশোধের নির্দেশ দেওয়া হয়।

এই মামলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে ট্রাম্পের বিতর্কিত অবস্থান এবং তার বিরুদ্ধে থাকা নানা অভিযোগ আবারও আলোচনায় এসেছে। বিশেষ করে, রাজনৈতিক প্রভাব বিস্তার, আন্তর্জাতিক সম্পর্ক, এবং তথ্য সুরক্ষা আইন ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট