1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ট্রাম্পের প্রস্তাব: কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

ট্রাম্পের প্রস্তাব: কানাডা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
ট্রাম্পের-প্রস্তাব-কানাডা-যুক্তরাষ্ট্রের-৫১তম-অঙ্গরাজ্য-হতে

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফক্স নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে, বাণিজ্য ঘাটতি ও অভিবাসন সমস্যা সমাধানে ব্যর্থ হলে কানাডার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এই ইস্যুতে গত শুক্রবার (২৯ নভেম্বর) ফ্লোরিডার মার-এ-লাগোতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

ট্রুডো বৈঠকের সময় ট্রাম্পকে সতর্ক করে জানান, শুল্ক আরোপের ফলে কানাডার অর্থনীতি ধসে পড়তে পারে। ট্রাম্পের উত্তরে বলেন, ‘কানাডার উচিত হবে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়া। এতে আপনাদের অর্থনৈতিক সংকট থেকে মুক্তি মিলবে।’

প্রায় তিন ঘণ্টার বৈঠকে বাণিজ্য ঘাটতি, শুল্ক, অভিবাসন ও সীমান্ত নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। ট্রাম্প দাবি করেন, কানাডা সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসী ও মাদক প্রবেশ ঠেকাতে ব্যর্থ হয়েছে। এছাড়া, কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি ১০০ বিলিয়ন ডলারের বেশি।

ট্রুডো ট্রাম্পকে জানান, শুল্ক আরোপের ফলে কানাডার অর্থনীতি ধ্বংস হবে। উত্তরে ট্রাম্প বলেন, ‘আপনারা যুক্তরাষ্ট্রের ১০০ বিলিয়ন ডলার না ঠকালে বাঁচতে পারবেন না?’ এরপর তিনি সরাসরি প্রস্তাব দেন, ‘কানাডা যদি ৫১তম অঙ্গরাজ্য হয়ে যায়, তবে কেমন হবে?’

বৈঠকে উপস্থিত সদস্যদের কেউ কেউ এই মন্তব্যে হাসি-ঠাট্টা করলেও তাদের মুখভঙ্গি ছিল আড়ষ্ট। ট্রাম্প আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে কাজ করা ভালো, কিন্তু গভর্নর হওয়াটাও মন্দ নয়।’ তিনি প্রস্তাব দেন, কানাডা দুটি অঙ্গরাজ্যে বিভক্ত হতে পারে—একটি রক্ষণশীল ও অন্যটি উদারপন্থী।

ট্রাম্প বৈঠকে বলেন, ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে তিনি এই সমস্যা সমাধানের পথ দেখতে চান। ট্রুডো বৈঠকের পর মন্তব্য করেন, আলোচনা বন্ধুত্বপূর্ণ এবং ইতিবাচক ছিল। তবে, ট্রাম্প তার অবস্থানে অটল থেকে জানান, শুল্ক আরোপ বা অঙ্গরাজ্যের প্রস্তাব—কানাডার ওপর সিদ্ধান্ত নিতেই হবে।

ট্রাম্পের কঠোর অবস্থানের ফলে কানাডার অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক কোন দিকে যাবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে দুই নেতার বৈঠক থেকে ভবিষ্যৎ বাণিজ্য নীতিমালা ও সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন কিছু সিদ্ধান্ত আসতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দেওয়া একটি কৌতুকের মতো শোনালেও এর গভীরে রয়েছে গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা। দুই দেশের সম্পর্ক আরও কঠিন পর্যায়ে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট