বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতায় পুনরায় বসার পরেও কোনো বড় ধরনের পরিবর্তনের মুখোমুখি হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু-তে সোমবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ড. ইউনূসের মতে, ট্রাম্পের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে করা সাম্প্রতিক মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ঢাকায় যমুনায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ট্রাম্প বাংলাদেশ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তাঁর দেওয়া বিবৃতি অপপ্রচারের ফল হতে পারে, যা বিশ্বজুড়ে চলছে। তবে বাংলাদেশ সম্পর্কে সঠিক তথ্য পাওয়ার পর তাঁর দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।”
ট্রাম্প সম্প্রতি এক্স (সাবেক টুইটার)-এ পোস্টে বাংলাদেশে হিন্দু, খ্রিষ্টান ও সংখ্যালঘুদের ওপর সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে মন্তব্য করেছিলেন, “বাংলাদেশ এখন পুরোপুরিভাবে একটি বিশৃঙ্খল অবস্থার মধ্যে রয়েছে।”
এ প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক বহু বছর ধরে গড়ে উঠেছে। আমাদের অর্থনীতি ও সহযোগিতা শক্তিশালী হচ্ছে। আমি মনে করি, শুধু একজন প্রেসিডেন্ট বদলানোর কারণে সেই সম্পর্ক হুমকির মুখে পড়বে না।”
তিনি আরও উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় ক্রেতা, যা উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ। “আমরা আমাদের অর্থনৈতিক উন্নতি অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও বাংলাদেশে আরও আগ্রহ দেখা যাবে।”
ড. ইউনূস দৃঢ়ভাবে বিশ্বাস করেন, “বাংলাদেশ এখন আর আগের মতো নেই। এটি একটি নতুন বাংলাদেশ, যা বিশ্বব্যাপী আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম।”
এই মন্তব্যের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমান বৈশ্বিক অবস্থান ও কৌশলগত সম্পর্কের দৃঢ়তা তুলে ধরেছেন। ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের সম্ভাব্য প্রভাব সম্পর্কে তিনি অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন।