1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৫১ হাজারের বেশি পাকিস্তানি ফেরত প্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে ইসির অনুমতি লাগতে পারে, প্রয়োজনে আচরণবিধি সংশোধন বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে বড় অগ্রগতি, ৬৬ হাজার ১৪৬ কোটি টাকার সম্পদ জব্দ জুলাই শহীদ পরিবারের পাশে বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন ত্রয়োদশ সংসদ নির্বাচন: ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জামায়াত প্রার্থী আবু তালেব লনার দিঘলিয়ার সুগন্ধি গ্রামের কৃতী সন্তান অধ্যাপক গোলাম মোস্তফার বর্ণাঢ্য জীবনের অবসান কালীগঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের আমন্ত্রণ, থানায় অনুপস্থিত নবাগত ওসি বাংলাদেশ ব্যাংক ১৩টি ব্যাংকের কাছ থেকে ১৪ কোটি ১৫ লাখ ডলার কিনেছে মথুরায় দিল্লি–আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৩ জুলাই গণঅভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে

থাইল্যান্ডে পুলিশ স্টেশনে বানরের আক্রমণ, আটকে ছিলেন পুলিশ সদস্যরা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
থাইল্যান্ডে পুলিশ স্টেশনে বানরের আক্রমণ

থাইল্যান্ডের লপবুরি প্রদেশে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে, যেখানে প্রায় ২০০ উচ্ছৃঙ্খল বানর এক পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কয়েক ঘণ্টা ধরে পুলিশ সদস্যদের আটকে রেখেছিল। শনিবার (১৬ নভেম্বর) এই ঘটনাটি ঘটে প্রদেশের রাজধানী লপবুরিতে।

লপবুরিতে বানরের উৎপাত নতুন কিছু নয়। শহরজুড়ে বানরের সংখ্যা দ্রুত বাড়ছে, যা নগরবাসীর জন্য বড় ধরনের সমস্যা তৈরি করেছে। খাবারের খোঁজে বানরের দল প্রায়ই লোকালয়ে ঢুকে পড়ে এবং আক্রমণাত্মক হয়ে ওঠে। নগর কর্তৃপক্ষ বানর আটকাতে বিশেষ ধরনের বেষ্টনী নির্মাণ করলেও তা সব সময় কার্যকর প্রমাণিত হচ্ছে না।

শনিবার প্রায় ২০০ বানরের একটি দল নগরজুড়ে তাণ্ডব চালায়। তাদের একটি দল লপবুরি পুলিশ স্টেশনে প্রবেশের চেষ্টা করে। পুলিশ ক্যাপ্টেন সোমচাই সিদি জানান, বানরের দল থানার ভেতর ঢুকে নথিপত্রসহ বিভিন্ন জিনিস তছনছ করতে পারে—এই আশঙ্কায় পুলিশ সদস্যরা দরজা-জানালা বন্ধ করে থানার ভেতর অবস্থান নেন।

সোমচাই সিদি বলেন, “খাবারের খোঁজে সেগুলো থানায় ঢোকার চেষ্টা করছিল। পরিস্থিতি সামলাতে আমরা সব দরজা-জানালা বন্ধ করে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করি। শনি ও রোববার থানার ভেতরেই আমরা বন্দী ছিলাম।”

পুলিশ স্টেশনে বানরের আক্রমণের পর, পুলিশ অন্যান্য বাহিনীর সাহায্য নেয়। উদ্ধারকারী দল এসে বানরের দলকে তাড়িয়ে পুলিশ সদস্যদের মুক্ত করে। রোববার একটি ফেসবুক পোস্টে পুলিশ এই তথ্য জানায়।

তবে এখনও পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। বেশ কয়েকটি বানর থানা ভবনের ছাদে ঘোরাফেরা করতে দেখা গেছে। খাবারের খোঁজে বানরগুলোর লোকালয়ে ঢোকার ঘটনা ঠেকাতে পুলিশ ও স্থানীয় প্রশাসন তাদের ধরার চেষ্টা করছে।

নগর কর্তৃপক্ষ বানরের উৎপাত বন্ধে বেষ্টনীসহ নানা উদ্যোগ নিলেও তা বারবার ব্যর্থ হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন। খাবারের খোঁজে আক্রমণাত্মক হয়ে ওঠা বানরের দলকে সামলাতে বিশেষ পরিকল্পনার প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট