1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নারায়ণগঞ্জে ডাকাতি, ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

নারায়ণগঞ্জে ডাকাতি, ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতি, ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় রেজাউল করিম মালা নামের এক ব্যবসায়ীর বাড়িতে মুখোশধারী ডাকাতদের হামলায় ৭ লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুট হয়েছে। ডাকাতরা জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে বাসিন্দাদের জিম্মি করে এ ঘটনা ঘটায়।

বুধবার (২৭ নভেম্বর) ভোররাত চারটার দিকে ফতুল্লার সস্তাপুর গাবতলায় এ ঘটনা ঘটে। ঢাকা টেক্সটাইলের মালিক রেজাউল করিম মালা জানান, তার দুই তলা বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ৬ জন মুখোশধারী ডাকাত ঘরের ভেতরে প্রবেশ করে। ডাকাতদের একজনের হাতে পিস্তল ও বাকিদের হাতে ধারালো অস্ত্র ছিল।

ডাকাতরা প্রথমে তার ছোট ছেলে আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারের কক্ষে প্রবেশ করে। অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের হাত-পা বেঁধে ফেলে এবং চিৎকার করায় এলোপাথাড়ি মারধর করে। এরপর নাসরিনের গলা ও আঙুল থেকে অলংকার খুলে নেয়। পাশাপাশি আলমারি ভেঙে আরও স্বর্ণালংকারসহ মোট ৪০ ভরি স্বর্ণ লুট করে।

এরপর নিচতলায় গিয়ে আলমারি ভেঙে নগদ ৭ লাখ টাকা নিয়ে যায়। যাওয়ার সময় ডাকাতরা দুটি ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

ডাকাতদের মারধরে আহত আলাউদ্দিন ও তার স্ত্রী নাসরিন আক্তারকে নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ফতুল্লা মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিছু আলামত সংগ্রহ করেছে। সিসিটিভি ফুটেজও উদ্ধার করা হয়েছে। ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, ডাকাতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং লুট হওয়া মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট