1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না: বদিউল আলম - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে কোনো বাধা থাকবে না: বদিউল আলম

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার
ড. বদিউল আলম মজুমদার

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করে আসন্ন নির্বাচনকে উৎসবমুখর করতে কমিশন কাজ করছে। রাজনৈতিক দলগুলোকে নির্বাচন অংশগ্রহণে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলেও তিনি আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মুক্ত আলোচনায় এসব কথা বলেন বদিউল আলম মজুমদার।

বদিউল আলম মজুমদার বলেন, “অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি। তবে এবারের নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সম্পূর্ণ প্রভাবমুক্ত থেকে কাজ করবেন। এতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে।”

নির্বাচন ব্যবস্থা সংস্কার নিয়ে সকল রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলাপ-আলোচনা শেষে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সংস্কার প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানান তিনি। এসব প্রস্তাবনায় এমন কাঠামো তৈরি করা হবে, যা ভবিষ্যতে নির্বাচন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করবে।

রংপুরে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নির্বাচন ব্যবস্থার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা প্রস্তাবিত সংস্কার উদ্যোগগুলোর কার্যকারিতা নিয়ে আলোচনা করেন এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য কিছু সুপারিশ প্রদান করেন।

রাজনৈতিক দলগুলোর স্বাধীন অংশগ্রহণ নিশ্চিত করা, নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষতা বজায় রাখা, সুশীল সমাজ এবং স্থানীয় প্রশাসনের মতামত গ্রহণ করা, সংস্কার প্রস্তাব দ্রুত প্রধান উপদেষ্টার কাছে পেশ করা।

সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য অনুযায়ী, আসন্ন নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। কমিশন রাজনৈতিক দলগুলোর আস্থা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট