আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পার্বত্য অঞ্চলের উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি যমুনা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
ড. ইউনূস বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক ও বনজ সম্পদে সমৃদ্ধ। এটি বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হওয়ার কথা থাকলেও, বর্তমানে তা পিছিয়ে রয়েছে। তিনি আরও বলেন, “অনিয়ম বাংলাদেশের সব জায়গাতেই রয়েছে, তবে পার্বত্য এলাকায় তা যেন কিছুটা বেশি। আমাদের লক্ষ্য হওয়া উচিত এই অনিয়ম কমিয়ে এনে অঞ্চলটির সম্ভাবনাকে কাজে লাগানো।”
ড. ইউনূস বলেন, “পার্বত্য এলাকার প্রকৃত উন্নয়নের জন্য বিশেষভাবে নজর দিতে হবে প্রযুক্তি ও শিক্ষার ওপর। এখানকার তরুণদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মন ছোট করে রাখা যাবে না। পার্বত্য এলাকার ছেলেমেয়েদের সঙ্গে সমতলের ভেদাভেদ দূর করে একত্রে কাজ করতে হবে।”
আগামী মাসে “তারুণ্যের উৎসব” আয়োজনের ঘোষণা দেন ড. ইউনূস। তিনি জানান, “এটি শুধু একটি উৎসব নয়, বরং পার্বত্য এলাকার তরুণদের নিজেদের প্রমাণ করার সুযোগ। তাদের দেখাতে হবে তারা কোনো অংশে পিছিয়ে নেই। উৎসবে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি তা দূর করার চেষ্টা করব।”
পার্বত্য ও সমতলের মধ্যে ভ্রাতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধার ওপর গুরুত্বারোপ করে ড. ইউনূস বলেন, “আমাদের পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে একত্রে কাজ করতে হবে। লক্ষ্য হবে পার্বত্য এলাকা সবসময় এগিয়ে থাকবে।”
তিনি তার বক্তব্যে দেশ বদলানোর স্বপ্ন তুলে ধরেন এবং বলেন, “আমরা আমাদের কাজের মাধ্যমে শুধু দেশ নয়, পৃথিবীও বদলাতে চাই।”