আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনে প্রথমবারের মতো হামলা করেছে রাশিয়া। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে ওই হামলা চালায় রাশিয়ান বাহিনী। হামলার বিষয়টি ইউক্রেনের বাহিনী ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। ইউক্রেনের বিমান বাহিনী বলেছে যে, আজ ভোরে রাশিয়া ইউক্রেনের ডিনিপ্রো অঞ্চলে লক্ষ্য করে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে । এবং একই সময়ে অন্য অনেক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। ইউক্রেন আরো জানিয়েছে যে, রাশিয়া ধারণা করেছিল, এই হামলার মাধ্যমে ডিনিপ্রো অঞ্চলটি একেবারে ধ্বংস করে দেবে। এই কারণে তারা একসাথে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রসহ অন্যান্য অস্ত্র দিয়ে একসাথে হামলা করেছে । তবে ইউক্রেনীয় বাহিনী ছয়টি কেএইচ-১০১ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে দাবি করছে। ইউক্রেন যুদ্ধে এ ধরনের অত্যাধুনিক দূরপাল্লার অস্ত্র প্রথমবারের মতো ব্যবহার করল রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রগুলো হাজার কিলোমিটার পাড়ি দেওয়ার সক্ষমতা আছে রাশিয়ার। মূলত, অন্য মহাদেশের শত্রুর ঘাঁটিতে হামলা করতে এই আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ অত্যাধুনিক অস্ত্র তৈরি করা হয়েছে।