1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে এ বছরেই: পাকিস্তানি রাষ্ট্রদূত - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে এ বছরেই: পাকিস্তানি রাষ্ট্রদূত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫
বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হবে এ বছরেই: পাকিস্তানি রাষ্ট্রদূত

চলতি বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ। সোমবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুই দেশের মধ্যে সরাসরি আকাশ ও সমুদ্রপথে যোগাযোগ বাড়ানোর ওপর জোর দিয়ে সভায় বক্তারা বলেন, এতদিন সরাসরি যোগাযোগের অভাবে বাংলাদেশ-পাকিস্তানের বাণিজ্য কাঙ্ক্ষিত মাত্রায় বাড়েনি। এই সরাসরি ফ্লাইট এবং সমুদ্রপথ চালুর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।

মতবিনিময় সভায় পাকিস্তানের ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফপিসিসিআই) সভাপতি আতিফ একরাম শেখ বলেন, “দুই দেশের মধ্যে বাণিজ্যে পাকিস্তান এখনো সুবিধাজনক অবস্থানে আছে। তবে আমরা এখন থেকে বাংলাদেশি পণ্য আমদানিতে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি আরও বলেন, “দুই দেশের মধ্যে পর্যটন এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারের মাধ্যমে বাণিজ্য আরও বাড়বে। ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দ্বিপাক্ষিক বিনিয়োগ সম্প্রসারণের বিষয়েও আমাদের পরিকল্পনা রয়েছে।”

সভায় জানানো হয়, গত অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৬২৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। অন্যদিকে পাকিস্তানে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র ৬২ মিলিয়ন ডলার।

বাংলাদেশ মূলত পাকিস্তানে কাঁচা পাট, ওষুধ, চা এবং তৈরি পোশাক রপ্তানি করে। অন্যদিকে পাকিস্তান থেকে তুলা, কাপড়, পেঁয়াজ, চুনাপাথর, সোডা অ্যাশ এবং বিভিন্ন রাসায়নিক পণ্য আমদানি করে বাংলাদেশ।

এফপিসিসিআই সভাপতি জানান, সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে দুটি কনটেইনারবাহী জাহাজ সরাসরি চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে ইতিবাচক প্রভাব ফেলবে।

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান যৌথ উদ্যোগে বাংলাদেশে শিল্প কারখানা স্থাপনের প্রস্তাব দেন। তিনি বলেন, “বাংলাদেশের চামড়া, টেক্সটাইল, ঔষধ এবং সিরামিক শিল্পে ব্যাপক সম্ভাবনা রয়েছে। পাকিস্তান এ খাতে বিনিয়োগ করলে উভয় দেশের অর্থনীতি লাভবান হবে।”

তিনি আরও বলেন, “দুই দেশের অর্থনীতির স্বার্থে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের নতুন নতুন সুযোগ খুঁজতে হবে।”

পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ বলেন, “বাংলাদেশি ব্যবসায়ীরা মধ্যপ্রাচ্য এবং সেন্ট্রাল এশিয়ার বাজার সম্প্রসারণে পাকিস্তানকে করিডোর হিসেবে ব্যবহার করতে পারে। সরাসরি আকাশপথ চালু হলে দুই দেশের মধ্যে পণ্য পরিবহন এবং ব্যবসায়িক কার্যক্রম আরও সহজ হবে।”

তিনি আরও বলেন, “দুই দেশের সরকার সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। চলতি বছরেই এই ফ্লাইট চালু হবে বলে আশা করছি।”

মতবিনিময় সভা শেষে বাংলাদেশ এবং পাকিস্তানের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়। এর মাধ্যমে যৌথ ব্যবসায়িক কার্যক্রম জোরদারের লক্ষ্যে জয়েন্ট বিজনেস কাউন্সিল গঠন করা হয়েছে।

উভয় দেশের ব্যবসায়ী নেতারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হবে এবং দুই দেশের অর্থনীতি লাভবান হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট