বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে গাড়ি ক্রয়ের ঋণের পরিমাণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আগে একটি গাড়ি কিনতে ব্যাংক সর্বোচ্চ ৪০ লাখ টাকা ঋণ দিত, যা বাড়িয়ে এখন ৬০ লাখ টাকা করা হয়েছে। এছাড়া হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির জন্য আরও বেশি সুবিধা দিয়ে ৭০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বর্তমান বাজারমূল্য বিবেচনায় এই পরিবর্তন আনা হয়েছে। আগে একটি গাড়ির মূল্যের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়া হতো। এখন এই সীমা বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে এই হার ৭০ শতাংশ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ক্রেতাদের বাকি টাকার যোগান নিজেরা দিতে হবে।
বর্তমানে ব্যাংকগুলোর গাড়িঋণের সুদহার সর্বোচ্চ ১২ শতাংশ। তবে আর্থিক প্রতিষ্ঠানে সুদহার কিছুটা বেশি। সহজ শর্ত ও প্রতিযোগিতামূলক সুদহারের ফলে সচ্ছল গ্রাহকদের জন্য এখন গাড়ি কেনা অনেক সহজ হয়ে গেছে। ব্যাংকগুলো সর্বোচ্চ ৬০ লাখ টাকা পর্যন্ত ঋণ দিলেও আর্থিক প্রতিষ্ঠানগুলো যেকোনো পরিমাণ টাকা ঋণ দিতে পারে।
গ্রাহকদের সুবিধার জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো এখন সরাসরি গাড়ি বিক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে। ফলে গ্রাহকেরা পুরোনো গাড়ি কিনতেও এই ঋণ সুবিধা উপভোগ করতে পারছেন। এই নতুন নির্দেশনা বাজারে গাড়ি কেনাবেচায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।