বাংলাদেশের তৈরি পোশাক খাতে নতুন সম্ভাবনা যোগ করে চীনের শীর্ষস্থানীয় পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশে ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে উন্নতমানের নিটেড টেক্সটাইল, ডাইং প্রসেস এবং পোশাক উৎপাদনের জন্য পরিচিত।
বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)-এর নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং হান্ডা টেক্সটাইল কোম্পানি লিমিটেড-এর চেয়ারম্যান হেং জেলি নিজ নিজ পক্ষে সমঝোতা স্মারকে (MoU) সই করেন।
এই বিনিয়োগের মধ্যে, ১০০ মিলিয়ন ডলার অর্থনৈতিক অঞ্চলের আওতাধীন টেক্সটাইল ও ডাইং খাতে, এবং বাকি ৫০ মিলিয়ন ডলার রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের আওতাধীন পোশাক শিল্পে বিনিয়োগ করা হবে।
বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে এই বিনিয়োগ শুধু আর্থিক উন্নয়নে নয়, বরং টেকসই প্রযুক্তি, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক মানসম্পন্ন উৎপাদনে বড় অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।