1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
ভয়ংকর পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে নরক বানাতে হুশিয়ারি ট্রাম্পের । - RT BD NEWS
সোমবার, ১২ মে ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
অপারেশন সিন্দুর নিয়ে রাহুলসহ বিরোধী নেতাদের মোদিকে চিঠি শামীম ওসমান ও পরিবারের বিরুদ্ধে দুর্নীতি ও মানি লন্ডারিং দুদকে তলব পিরোজপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপিত খুলনায় কুরআন দিবসে হাফেজে কুরআন সংবর্ধনা প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির সংবাদ সম্মেলন ঝিনাইদহের দিঘিরপাড়ে রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক পরিবার ঘরছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা

ভয়ংকর পরিকল্পনা মধ্যপ্রাচ্যকে নরক বানাতে হুশিয়ারি ট্রাম্পের ।

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্কঃ এম হাসান
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেককে কেন্দ্র করে নতুন মোড় নিতে যাচ্ছে গাজার যুদ্ধ, ইতি মধ্যেই গাজায় বন্দি থাকা ইসরায়েলি ও আমেরিকান নাগরিকদের মুক্তি নিয়ে ভয়াবহ এক বার্তা দিয়েছেন নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার (০২ ডিসেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, আগামী ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের আগে যদি গাজার বন্দিদের মুক্তি দেয়া না হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নাম বানিয়ে দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন নবনির্বাচিত আমেরিকার প্রেসিডেন্ট। গত ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর যুদ্ধ বন্ধে অচলাবস্থার নিরসন ঘটাতে এটিই ট্রাম্পের সবচেয়ে শক্তিশালী বিবৃতি। আরো জানা যায় যে, ২য় মেয়াদে দায়িত্ব গ্রহণের আগেই যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন রিপাবলিকান এই নেতা।

নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি লিখেন যে, সারা বিশ্বের ইচ্ছার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে অমানবিক ও হিংস্রভাব আটকে রাখা বন্দিদের নিয়ে সবাই কথা বলছে। কিন্তু শুধু আলোচনাই হচ্ছে কোনো ধরনের কাজ হচ্ছে না। দয়া করে সত্যকে উপস্থাপন করতে দিন, যদি বন্দিরা ২০২৫ সালের ২০ জানুয়ারির মধ্যে মুক্ত না হয় তাহলে পুরো মধ্যপ্রাচ্যকে জাহান্নামে পরিণত করে এর মূল্য দিতে হবে।

এমনকি যারা মানবতার বিরুদ্ধে এই নৃশংসতা করেছে তাদেরও মূল্য পরিশোধ করতে হবে। ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প লিখেন যে, এই ঘটনার জন্য দায়ী দেশগুলো আমেরিকার পক্ষ থেকে এতটা শক্তিশালী আঘাত পাবে যা কখনো আমেরিকার দীর্ঘ ইতিহাসে আর কেউ পায়নি। এই মূহুর্তে সমস্ত বন্দিকে মুক্তি দেয়া হোক, যদিও ট্রাম্প হুমকির বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি এখনো।

যদিও বন্দিদের আটকের জন্য হামাসকেই দায়ী বলে অভিযুক্ত করে আসছেন পশ্চিমা শক্তিগুলো। এরআগে যুদ্ধ বন্ধ করার শর্তে বেশ অনেকবার বন্দিদের মুক্তি নিয়ে আলোচনা করতে চেয়েছিল হামাস, যদিও ইসরায়েলি প্রশাসন স্বাধীনতাকামী এই সংগঠনটিকে নিশ্চিহ্ন করার আগে যুদ্ধ চালিয়ে নেয়ার সিদ্ধান্তে অটল রয়েছে।

ট্রাম্পের এমন পোস্টের পরই মাইক্রোব্লগিং সাইট এক্স-এর প্রতিক্রিয়া জানিয়ে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ লিখেন- আপনাকে ধন্যবাদ ও দোয়া রইল নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা সবাই মিলে দোয়া করছি যে সেই মুহুর্তটি দেখার জন্য, যখন আমাদের বোন ও ভাইয়েরা ঘরে ফিরে আসবে খুব তাড়াতাড়ি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট