1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিট - RT BD NEWS
রবিবার, ১১ মে ২০২৫, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচির হুঁশিয়ারি ঝিনাইদহে লিচু গাছে উঠে পড়ে দিনমজুরের মর্মান্তিক মৃত্যু পিরোজপুরে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত বজ্রপাতে মৃত দুই কৃষক পরিবারকে তারেক রহমানের মানবিক সহায়তা পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি ভর্তি পরীক্ষা শাহবাগে খালেদা জিয়া এলে পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় দৃশ্য হতো’—পিনাকী হামলার আশঙ্কায় ভারতজুড়ে নিরাপত্তা ২৪ বিমানবন্দর ও বন্দর স্থগিত ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় বিপজ্জনক অধ্যায়ের সূচনা যমুনার সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বড় জমায়েত পাকিস্তানের আকাশসীমায় ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিট

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
মার্কিন ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিট

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর হোয়াইট হাউসের নতুন প্রেস সেক্রেটারি হিসেবে ২৭ বছর বয়সী ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ক্যারোলিন হোয়াইট হাউসের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার (১৫ নভেম্বর) ট্রাম্প এক বিবৃতিতে ক্যারোলিন লেভিটের নাম ঘোষণা করেন। তিনি বলেন,

“ক্যারোলিন একজন স্মার্ট এবং বলিষ্ঠ মননের অধিকারী। তার অসাধারণ যোগাযোগ দক্ষতা এবং কর্মক্ষমতার কারণে তিনি আমাদের প্রচার শিবিরে দুর্দান্ত কাজ করেছেন। আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে তিনি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে কাজ করবেন।”

ক্যারোলিন লেভিট এ ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (পূর্বে টুইটার) প্রতিক্রিয়া জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি লিখেন,

“আমার উপর আস্থা রাখার জন্য ধন্যবাদ, প্রেসিডেন্ট ট্রাম্প। আমি এই দায়িত্ব পেয়ে বিনীত এবং সম্মানিত বোধ করছি।”

ক্যারোলিন লেভিটের ক্যারিয়ারের শুরু থেকেই ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্ত। ২০১৯ সালে স্নাতক সম্পন্ন করার পর তিনি প্রথমবার হোয়াইট হাউসে যোগ দেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের লেখক হিসেবে কাজ শুরু করেন এবং পরে সহযোগী প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের জানুয়ারিতে ট্রাম্পের প্রচার শিবিরের প্রেস সেক্রেটারি হিসেবে যোগ দিয়ে তিনি প্রচারণা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার চমৎকার নেতৃত্ব এবং কৌশলগত পরিকল্পনা তাকে দলের অবিচ্ছেদ্য অংশে পরিণত করে।

ক্যারোলিন লেভিট মার্কিন ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি হতে যাচ্ছেন। এর আগে, ১৯৬৯ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের প্রেস সেক্রেটারি রন জিয়েগলার ছিলেন এই পদের সর্বকনিষ্ঠ ব্যক্তি। তার বয়স ছিল ২৯ বছর।

ক্যারোলিনের নিয়োগ ট্রাম্প প্রশাসনের নতুন প্রজন্মের নেতৃত্বের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। তরুণ বয়সে এমন গুরুত্বপূর্ণ পদে তার নিয়োগ বিশ্বব্যাপী আলোচনার সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা মনে করছেন, প্রেস সেক্রেটারি হিসেবে ক্যারোলিন লেভিটের কাজ হবে শুধুমাত্র প্রশাসনের নীতিমালা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া নয়, বরং ট্রাম্প প্রশাসনের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরা।

ট্রাম্প প্রশাসনের সমর্থকদের জন্য এই নিয়োগ একটি গুরুত্বপূর্ণ বার্তা, যা তাদের শক্তিশালী ভবিষ্যতের প্রতি আস্থা বৃদ্ধি করতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট