1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে পরিকল্পনা: পররাষ্ট্র উপদেষ্টা - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনা, গাজা হবে ‘ফ্রিডম জোন’ ১ জুলাই থেকে ইন্টারনেটের দাম কমছে ২০ শতাংশ শিল্প খাতে গ্যাস-সংকট: উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থানে চরম প্রভাব ভারত থেকে পুশ ইন বাড়ায় সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৫০টি দোকান ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি

যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে পরিকল্পনা: পররাষ্ট্র উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫
পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অনিশ্চয়তা নিরসন এবং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে তরান্বিত করতে সরকার কার্যকর উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘ব্র্যান্ডিং বাংলাদেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তার বক্তব্যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার রোডম্যাপ, প্রবাসী বাংলাদেশিদের কার্যক্রম এবং বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে করণীয় বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বর্তমান সরকার যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছে। তিনি বলেন, “রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটা অনিশ্চয়তা চলে আসছে। শিগগিরই একটা রোডম্যাপ আসবে। যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে সরকার কাজ করছে।”

এই বক্তব্যটি দেশের জনগণের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা বহন করছে। কারণ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের মধ্যে যে উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে, তা নিরসনে দ্রুত এবং স্বচ্ছ ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের রাজনৈতিক কার্যকলাপ দেশের ভাবমূর্তি নষ্ট করছে উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, “পৃথিবীর অন্য কোনো দেশের এত রাজনৈতিক দলের শাখা নেই, যত বাংলাদেশি শাখা রয়েছে বিদেশে। এসব বাঙালিদের ইমেজ নষ্ট করে।” তিনি আরও বলেন, “বিএনপি, আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক দলের পক্ষে মিছিল-স্লোগান কিংবা ডিম ছোড়ার মতো ঘটনা দেশের ব্র্যান্ডিংয়ে নেতিবাচক প্রভাব ফেলছে।”

এ ধরনের কার্যক্রম বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। প্রবাসীদের মধ্যে পারস্পরিক শত্রুভাবাপন্ন মনোভাব এবং রাজনৈতিক উত্তেজনা দেশের ব্র্যান্ডিংয়ের জন্য হুমকিস্বরূপ। এই সমস্যাগুলো নিরসনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, গত চার মাসে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক নেতিবাচক প্রচারণা চালিয়ে আসছে। তিনি বলেন, “তারা এমন তথ্য প্রচার করছে, যাতে মনে হচ্ছে সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষকে কচুকাটা করা হচ্ছে।”

এই ধরনের অপপ্রচার বাংলাদেশের আন্তর্জাতিক ইমেজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তাই এ বিষয়ে সরকার ও গণমাধ্যমকে একযোগে কাজ করতে হবে। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে কার্যকর প্রচারণা চালানো এবং সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে দেশের ভাবমূর্তি রক্ষা করা অত্যন্ত জরুরি।

প্রবাসীরা বিভিন্ন দূতাবাস থেকে প্রয়োজনীয় সেবা পান না বলে অভিযোগ করে থাকেন। এ বিষয়ে মো. তৌহিদ হোসেন বলেন, “বিদেশে দূতাবাসগুলোতে প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা না পাওয়ার অনেক অভিযোগ সত্য। তবে সব না।” তিনি আরও বলেন, “বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা নেবে সরকার।”

প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানে দূতাবাসগুলোকে আরও কার্যকর ভূমিকা নিতে হবে। বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে হয়রানির ঘটনাগুলো কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। প্রবাসীরা দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের সুরক্ষা ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা করা এবং প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করতে সরকারকে বেশ কয়েকটি কার্যকর পদক্ষেপ নিতে হবে।

সরকারকে একটি নির্দিষ্ট রোডম্যাপ প্রণয়ন করে দ্রুত এবং স্বচ্ছ ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা করতে হবে। প্রবাসীদের মধ্যে রাজনৈতিক বিভেদ দূর করতে এবং বিদেশে বাংলাদেশের ব্র্যান্ডিং উন্নত করতে সরকার ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। দেশের ইতিবাচক দিকগুলো আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে হবে। প্রবাসীদের জন্য দূতাবাসের সেবা নিশ্চিত করতে দূতাবাসগুলোকে আরও কার্যকর ও প্রোঅ্যাকটিভ ভূমিকা নিতে হবে। বিমানবন্দরে প্রবাসীদের হয়রানির ঘটনাগুলো কঠোরভাবে দমন করতে হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।

সার্বিকভাবে, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও ভাবমূর্তি রক্ষা করার জন্য সরকারকে সমন্বিত পদক্ষেপ নিতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম, রাজনৈতিক দল ও প্রবাসীদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট