1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
রাজশাহীতে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০২:২৮ অপরাহ্ন

রাজশাহীতে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
ছিনতাইয়ের-প্রতিকি-ছবি

রাজশাহী নগরের ঘোড়ামারা এলাকায় চাঞ্চল্যকর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে আটটার দিকে মরিচের গুঁড়া ছিটিয়ে রিকশায় থাকা এক প্রতিষ্ঠানের ব্যবস্থাপক থেকে ১০ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

ভুক্তভোগী দিলীপ কুমার প্রামাণিক, ‘রিলায়েন্স অটো’ নামের একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক। তিনি জানান, আগের দিনের বিক্রির ১২.৫ লাখ টাকা কুমারপাড়ার মালিকের বাসা থেকে ব্যাগে ভরে রিকশাযোগে অফিসে যাচ্ছিলেন। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে রিকশাচালক হঠাৎ সাগরপাড়া গলির দিকে মোড় নেয়। ঠিক তখনই মোটরসাইকেলযোগে দুই ছিনতাইকারী এসে তাঁর চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দেয়।

চোখে ঝাঁঝ লাগার কারণে তিনি কিছুই দেখতে পাননি। এ সুযোগে ছিনতাইকারীরা তার পিঠে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নিতে চায়। তিনি বাধা দিলে ধস্তাধস্তিতে তার ডান হাতের কনুই ও বাঁ হাতের আঙুল কেটে যায়। টাকা ভর্তি ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তায় প্রায় আড়াই লাখ টাকা পড়ে গেলেও, বাকি টাকা নিয়ে তারা দ্রুত সটকে পড়ে।

প্রতিষ্ঠানটির মালিক বিপুল কুমার ঘোষ বলেন, “দিলীপ আমাদের বিশ্বস্ত কর্মচারী। তিনি দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই এভাবেই টাকা সংগ্রহ করে অফিসে নিয়ে আসেন। এমন ভয়ানক ঘটনা আমাদের হতবাক করেছে।”

ঘটনার পরপরই বোয়ালিয়া থানা ও মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ শুরু করেছে পুলিশ।

বোয়ালিয়া থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, “আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করছি। ছিনতাইকারীদের শনাক্ত এবং গ্রেপ্তার করতে পুলিশ তৎপর রয়েছে। রিকশাচালক ভাড়া না নিয়ে পালিয়ে যাওয়ায় তাকেও সন্দেহভাজন হিসেবে দেখা হচ্ছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট