1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
সেনাবাহিনী দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে: সেনাপ্রধান - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ

সেনাবাহিনী দেশ ও জাতির কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছে: সেনাপ্রধান

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী সর্বোচ্চ পরিশ্রম করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন,

“আমরা যেন দেশ ও জাতিকে একটি ভালো ও নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য কাজ করে যাচ্ছি। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের পথ খুঁজে বের করার লক্ষ্যেই আমরা কাজ করছি।”

রোববার (১ ডিসেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’-এ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধকালীন খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্য ও তাদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের কৃতিত্বের জন্য প্রশংসা করেন এবং তাদের নিকটাত্মীয়দের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি ২০২৩-২৪ অর্থবছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ৫ জন সেনাবাহিনী পদক (এসবিপি), ৫ জন অসামান্য সেবা পদক (ওএসপি) এবং ১৮ জন বিশিষ্ট সেবা পদক (বিএসপি) প্রদান করেন।

মোট ২৮ জন সেনাসদস্যকে তাদের সেবার স্বীকৃতি স্বরূপ এই পদক দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং পদকপ্রাপ্ত সেনাসদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়।

সশস্ত্র বাহিনী দিবসের এই বিশেষ আয়োজনটি মুক্তিযুদ্ধকালীন সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ভূমিকা এবং দেশের শান্তিকালীন উন্নয়ন ও সুরক্ষায় তাদের অবদানের প্রতি সম্মান প্রদর্শনের একটি অনন্য উদাহরণ। সেনাপ্রধানের ভাষায়,

“সেনাবাহিনী দেশের উন্নয়ন ও নিরাপত্তায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট