রাশিয়া ও পাকিস্তান দুই দেশের মধ্যে সরাসরি রেল যোগাযোগ স্থাপনের উদ্যোগ নিয়েছে। ২০২৫ সালের মার্চে এই রেল সংযোগের ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছেন পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আওয়াইস লেঘারি। রাশিয়ার সংবাদমাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
আওয়াইস লেঘারি বলেন, “দ্বিপক্ষীয় আলোচনা সম্প্রসারণের অংশ হিসেবে রাশিয়া ও পাকিস্তানকে নতুন একটি মালবাহী ট্রেন লাইনের মাধ্যমে যুক্ত করা হবে। এটি দুই দেশের বাণিজ্যিক ও পরিবহন ব্যবস্থাকে আরও গতিশীল করবে।”
মস্কোয় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি উল্লেখ করেছেন যে, দক্ষিণ-উত্তর ট্রেনটি রাশিয়া থেকে ইরান ও আজারবাইজান হয়ে পাকিস্তানে পণ্য পরিবহন করবে। আগামী বছরের মার্চ মাসের প্রথম দিকে এই ট্রেনের ট্রায়াল শুরু হবে।
গত অক্টোবর মাসে ইসলামাবাদে রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের একটি প্রতিনিধি দলের সফরের সময় দুই দেশের মধ্যে পরিবহন ও লজিস্টিক প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
এছাড়াও, বুধবার ইসলামাবাদ-মস্কো সম্পর্ক উন্নয়নে উভয় দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্য, শিল্প সহযোগিতা এবং শিক্ষাসহ বিভিন্ন খাতে ৮টি সমঝোতা স্মারক সই হয়েছে। এসব সমঝোতা স্মারক দীর্ঘমেয়াদী সহযোগিতার পথ উন্মুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে।
এই রেলপথ রাশিয়া, ইরান এবং আজারবাইজান হয়ে পাকিস্তান পর্যন্ত সংযুক্ত থাকবে। এটি মালামাল পরিবহনের ক্ষেত্রে নতুন দ্বার উন্মোচন করবে এবং দক্ষিণ এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, প্রায় এক দশক আগে গঠিত আন্তঃসরকারি কমিশনের বৈঠকে এই চুক্তিগুলো চূড়ান্ত হয়। পাকিস্তান ও রাশিয়া দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে নতুন অধ্যায় রচনা করছে, যা অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।