1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের

ইসরায়েল-হামাস যুদ্ধবিরতি চুক্তি: ২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেল

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেল

ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, শনিবার ইসরায়েলি দুই কারাগার থেকে ২০০ ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন। এর আগে হামাস চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেয়। আজকের মুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তি আরও এক ধাপ এগোল, যেখানে ধাপে ধাপে মুক্তি পাচ্ছেন বন্দীরা।

এদিন, ইসরায়েলের পশ্চিম তীরের অফার কারাগার এবং নেগেভ মরুভূমির কাজিয়ত কারাগার থেকে ২০০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়। মুক্ত হওয়া বন্দীদের মধ্যে নারী ও পুরুষের বিভিন্ন বয়সী সদস্য রয়েছে।

গাজার যুদ্ধবিরতি কার্যকর হয় কাতার, মিসর এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায়, যার ফলশ্রুতিতে ১৫ মাসের মারাত্মক সংঘর্ষ আপাতত থামলো। যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তি পাওয়া বন্দীরা ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পায়, এবং এর পরবর্তী ধাপে হামাস আরও বন্দী ছাড়বে।

এটি দ্বিতীয় দফার মুক্তি, যেটি পূর্বে হামাসের হাতে ৩ জন ইসরায়েলি জিম্মি মুক্তি পাওয়ার পর হলো। প্রথম দফায় ইসরায়েলি কারাগার থেকে ৯০ জন ফিলিস্তিনি বন্দী মুক্তি পান।

এদিকে, গত বছর ৭ অক্টোবর হামাস ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায়, যাতে প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এরপরই ইসরায়েলি বাহিনী গাজায় নৃশংস হামলা শুরু করে। এক বছরের বেশি সময় ধরে চলা এ যুদ্ধের ফলে গাজায় ৪৭ হাজার ২০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই বেসামরিক মানুষ।

এখন, যুদ্ধবিরতি চুক্তি এবং বন্দী মুক্তির মধ্য দিয়ে আশার আলো দেখা যাচ্ছে, তবে ভবিষ্যতে কী ঘটবে, তা সময়ই বলে দেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট