1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কালীগঞ্জে সরকারি চাউল বিতরণে অনিয়ম: উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০১:১৪ পূর্বাহ্ন

কালীগঞ্জে সরকারি চাউল বিতরণে অনিয়ম: উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ প্রদান

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
কালীগঞ্জে সরকারি চাউল বিতরণে অনিয়ম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় বারোবাজার ইউনিয়নের চাল প্রদানকারী ডিলারদের বিরুদ্ধে খাদ্যবান্ধব ১৫ টাকা কেজি দরে সরকারি চাউল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। চালের কার্ড নিয়ে নেওয়া, স্বাক্ষর নিয়ে চাল না দেওয়াসহ নানা অনিয়ম ও অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে।

গত ৫ আগস্ট সরকার পতনের পর পূর্বের ডিলার বাদ দিয়ে অস্থায়ী নতুন ডিলার দিয়ে চাউল দেওয়া শুরু করেন উপজেলা প্রশাসন। কিন্তু সেই চাল বিতরণে একের পর এক নানা অভিযোগ উঠেছে চাল বিতরণকারী ডিলারদের বিরুদ্ধে। ভূক্তভোগীরা সঠিক ভাবে তদন্ত করে চাউল বিতরণের

স্বচ্ছতা ফিরে পেতে গত ২৮ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার বারাবর একটি আবেদনও জমা দিয়েছেন উপকার ভোগীরা।

বারোবাজার ইউনিয়নের মাঠ বেলাট গ্রামের ফাইমা খাতুন জানান, তিনবার চাউল দেওয়া হলেও আমি দুইবার চাউল পেয়েছি। আমরা গরীব মানুষ, এই চাউলটা পাওয়াতে আমাদের সংসারে খুব উপকার হয় কিন্তু কার্ড থাকার পরও আমি এখন আর চাউল পাচ্ছিনা।

আরেক উপকার ভোগী বারোবাজার ইউনিয়নের জগনাথপুর গ্রামের মাছুম উদ্দিন বলেন, আমাদের ৫/৬ জনের কার্ড ওরা নিয়ে নিয়েছে। হাসিনা যাওয়ার পর থেকে আর চাউল পাইনি। ওরা আমাদের কার্ড দিয়ে কন্টোলের চাউল তুলে নিচ্ছে।

ইউনিয়ন মাজদিয়া এলাকার ডিলার তরিকুল ইসলাম জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে বিষয়টি সঠিক না।

বারোবাজার ইউনিয়নের পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব থাকা কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার হাসান সাজ্জাদ বলেন, অভিযোগের ব্যপারটা তদন্ত চলমান আছে। খুব দ্রুতই তদন্ত রিপোর্ট দিবো।

উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম জানান, আমি বিষয়টি উক্ত ইউনিয়নের প্রশাসকের নিকট দায়িত্ব দিয়েছি। তদন্ত শেষে দ্রুত প্রতিবেদন জমা দিতে বলেছি। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট