1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
খুলনার দিঘলিয়ায় কোকো স্মৃতি ডি পিএল ক্রিকেট টুর্নামেন্টে - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০২:৩৭ পূর্বাহ্ন

খুলনার দিঘলিয়ায় কোকো স্মৃতি ডি পিএল ক্রিকেট টুর্নামেন্টে

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনা
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
কোকো স্মৃতি ডি পিএল ক্রিকেট টুর্নামেন্টে

তরুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম — আজিজুল বারী হেলাল

ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নিতে সুস্থদেহ সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও  শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই।  কেট এমন একটি খেলা যা শিক্ষার্থীদের চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস জোগায় সংগ্রামী জীবনে মানুষকে উপযুক্ত করে গড়ে তোলার জন্য ক্রিকেট খেলার মত আর কিছুই হয় না।

তিনি স্মৃতিচারণ করে বলেন ,আরাফাত রহমান কোকো একজন ক্রীড়া সংগঠক ছিলেন । ক্রীড়া ক্ষেত্রে তিনি অনেক অবদান এবং যুব সমাজের জন্য দৃষ্টান্ত রেখে গেছেন।  খুলনার দিঘলিয়ায় আরাফাত রহমান কোকো দিঘলিয়া প্রিমিয়ার লিগ (ডি পিএল) সিজন- ৮ ক্রিকেট টুর্নামেন্টের  ফাইনাল খেলায়  আজিজুল বারী হেলাল এ কথা বলেন। তিনি আরো বলেন, জয় কিংবা পরাজয় খেলায় শেষ কথা নয় , খেলোয়াড়ের মানসিকতাই আসল

আজ অনেক ছেলেমেয়েকে দেখি আইপড, ল্যাপটপ, কম্পিউটার ও মোবাইলে ভিডিও গেমস নিয়ে মেতে থাকে। কিন্তু ঘরে বসে স্রেফ আঙুলের ব্যায়াম ও মস্তিষ্ক ও চোখের ক্ষতি না করে আপনার সন্তানকে পড়াশোনা পাশাপাশি খেলাধুলার জন্য মাঠে পাঠানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন,ক্রিকেট খেলায় জয় বা পরাজয় শুধুমাত্র একটি ফলাফল মাত্র, গুরুত্বপূর্ণ হল তোমার প্রচেষ্টা এবং সংগ্রামের অভিজ্ঞতা। খেলায় সবাই জয় উপভোগ করে, কিন্তু যারা হেরে যায় শুধুমাত্র তারাই খেলার আনন্দ এবং শেখার অভিজ্ঞতা লাভ করে।

জীবনটা অনেকটা ক্রিকেট খেলার মতই, প্রতি বলে চার ও ছক্কা মারা যায় না ঠিকই, তবে জয়ের জন্য সঠিক সময়ের অপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ। চ্যাম্পিয়ন তারা নয় যারা একবার খেলার মাঠে জয়ী হয়েই থেমে যায়। বরং তারাই প্রকৃত চ্যাম্পিয়ন যারা হারের পর হার সহ্য করে শুধুমাত্র খেলায় জেতার জন্য নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার যুদ্ধ করে যাচ্ছে তারা প্রকৃত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই। রাষ্ট্রকাঠামো মেরামতের এই ৩১ দফাকে মাঠপর্যায়ে সাধারণ মানুষের কাছে ব্যাপক ভাবে পৌঁছাতে হবে। এ সময় দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে সব ধরনের বিভেদ ভুলে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

খুলনার দিঘলিয়া ওয়াই এম এ ক্লাব আয়োজিত আরাফাত রহমান কোকো দিঘলিয়া প্রিমিয়ার লিগ (ডি পিএল) ক্রিকেট টুর্নামেন্টের  ফাইনাল খেলা , সাংস্কৃতিক অনুষ্ঠান  ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল উপরোক্ত কথা বলেন ।

খুলনার দিঘলিয়া ওয়াই এম এ ক্লাবের আহ্বান কাষ্টম কর্মকর্তা ফারুক মোড়লের সভাপতিত্বে ডি পিএল ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি ছিলেন,  জেলা বিএনপি’র আহবায়ক মনিরুজ্জামান মন্টু,   জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক এড. মোমরেজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, সাবেক যুগ্ম-আহবায়ক জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম , দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু সদস্য সচিব আব্দুর রকিব মল্লিক  ,শেখ আব্দুর রশিদ, এনামুল হক সজল, অধ্যাপক মনিরুল হক বাবুল,

যুগ্ন আহবায় শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, মোল্লা বিল্লাল হোসেন, গাজী জাকির হোসেন, শেখ মোসলেম উদ্দিন, আবুল কালাম আজাদ, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ওয়াহিদুজ্জামান রানা, আবেদ মোল্লা, কুদরতে ইলাহি স্পিকার উপজেলা আহবায়ক,আব্দুল কাদের জনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সেতারা বেগম সাধারণ সম্পাদক জেলা মহিলা দল, গাজী মনিরুল ইসলাম,

দিঘলিয়ায় ইউনিয়ন  বিএনপি’র আহবায়ক  ডাঃ হাফিজুর রহমান , সদস্য সচিব জাসেদ করিম জুয়েলের,  খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমান, সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা কৃষক দলের সদস্য সচিব শেখ আবু সাঈদ,স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদ,নাজমুল শাকিব মিন্টু, আমিন আজাদ জাসাস সাধারন সম্পাদক, মোল্লা কবিরুল ইসলাম কৃষক দলের সভাপতি, আবু সাঈদ , রিনা পারভীন, প্রমূখ।

খেলায় সার্বিক সহযোগিতায় জেলা কৃষক দলের মোড়ল সেলিমুল ইসলাম, আকিদুল শরীফ, আল-আমিন মোল্লা, মামুন রেজা অপু, কালাম শেখ, খাইরুল মোড়ল সহ ক্লাবের সকল পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে  সোলযার ইলেভেন। রানারআপ হয়েছে মোজাফফর ফাউন্ডেশন।

দিঘলিয়া এম এ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশাত্মবোধক গানের মাধ্যমে মনমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে।  কনসার্টে সংগীত পরিবেশন করেন ঢাকা থেকে আগত বিজয় মামুন ও মেজবাহ। ভারত থেকে আগত  উরা ধুরা  গানের শিল্পী বিউটি এবং অন্যান্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট