1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ, বিসিবি সভাপতির সঙ্গে মতবিনিময় করলেন সাবেক অধিনায়করা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
বিসিবি সভাপতির সঙ্গে মতবিনিময় করলেন সাবেক অধিনায়করা

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। অন্যদিকে, মিরপুরে বিসিবি কার্যালয়ে দেশের ক্রিকেটের সার্বিক উন্নয়নে সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ। সভা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবেক অধিনায়ক রাজিন সালেহ।

বৈঠকে প্রধানত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ও ঘরোয়া ক্রিকেট উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। রাজিন সালেহ বলেন, ‘বিপিএল কীভাবে আরও উন্নত করা যায়, সূচি কীভাবে আপডেট করা যায়, এনসিএল টি-টোয়েন্টি কখন শুরু করলে এটি আরও কার্যকর হবে, এসব নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ভালো মানের ফ্র্যাঞ্চাইজি কীভাবে আনা যায়, বিদেশি ক্রিকেটারদের সময়মতো পাওয়ার পরিকল্পনা কী হতে পারে—এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’

রাজিন সালেহ জানান, শুধু বিপিএল নয়, প্রথম শ্রেণির ক্রিকেট, এনসিএল টি-টোয়েন্টি এবং ঘরোয়া ক্রিকেটের সামগ্রিক উন্নয়ন নিয়েও বিস্তর আলোচনা হয়েছে। বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে এবং ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনার জন্য বিসিবি সভাপতি ফারুক আহমেদ পরবর্তীতে আবারও সাবেক ক্রিকেটারদের আমন্ত্রণ জানাবেন বলে জানান তিনি।

এছাড়া, ক্রিকেট একাডেমি ও নির্মাণ স্কুলের উন্নয়ন নিয়েও আলোচনা হয়েছে, যাতে ঘরোয়া পর্যায়ে নতুন প্রতিভা তুলে আনা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট