1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দিঘলিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় বনানী থানা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রানা আহম্মেদ গাজার জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে না সংযুক্ত আরব আমিরাত পিরোজপুর সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও প্রকাশনা উৎসবে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ককটেল বিস্ফোরণের পর রাজধানীর সব ধর্মীয় প্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদার দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে পিরোজপুরে আইডিইবি’র ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ‘কিং’: ভারতের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন সিনেমা এস আলমের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে সাড়ে ১০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ ক্যারিয়ারের ১০১তম শিরোপা জিতলেন নোভাক জোকোভিচ ফিলিপাইনে আঘাত হেনেছে সুপার টাইফুন ‘ফাং-ওং’, নিহত ২ হিন্দু প্রেমিকার বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৯দিন ধরে অনশন

জরুরি সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দিন ঘোষণা: দুই উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
জরুরি সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচনের দিন ঘোষণা

বাংলাদেশে জরুরি সংস্কার কার্যক্রম শেষে যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে সব রাজনৈতিক দল এবং অংশীজনদের সঙ্গে আলোচনা করা হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং উপদেষ্টা মাহফুজ আলম। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন। এর আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়।

সংস্কারের গুরুত্ব উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “সংস্কার কমিশন থেকে প্রস্তাব আসবে, জনগণের মতামত নেওয়া হবে, এবং চূড়ান্ত প্রস্তাবনার ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা যত দ্রুত সম্ভব সংস্কার কার্যক্রম শেষ করে নির্বাচনের তারিখ ঘোষণা করব।”

তিনি আরও বলেন, “নির্বাচনে যাওয়া আমাদের দায়িত্ব। তবে সংস্কার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনের তারিখ বা সময় নির্ধারণ করা যাচ্ছে না।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, “নির্বাচন কমিশন ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং অন্যান্য নির্বাচনী কার্যক্রমও চলমান রয়েছে। সরকারের উদ্দেশ্য হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কারের দৃশ্যমান প্রক্রিয়া নিশ্চিত করা।”

তিনি জানান, কমিশন গঠনের ৯০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা। ডিসেম্বর বা জানুয়ারির শুরুতে অধিকাংশ কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার আশা করা হচ্ছে। এসব প্রতিবেদন পাওয়ার পরই নির্বাচনের জন্য প্রয়োজনীয় রোডম্যাপ প্রকাশ করা হবে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগ নেয়।

ইতোমধ্যে সংবিধান, নির্বাচনব্যবস্থা, পুলিশ, বিচার বিভাগ, জনপ্রশাসন, দুর্নীতি দমন, স্বাস্থ্য, গণমাধ্যম, শ্রমিক অধিকার, নারীবিষয়ক এবং স্থানীয় সরকার সংস্কারে কমিশন গঠন করা হয়েছে। এসব সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা করা সরকারের অন্যতম লক্ষ্য।

সংস্কারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়ে আসছে। উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, “রাজনৈতিক দলগুলো কখনও কখনও নির্দিষ্ট সময়সীমা চায়। তবে সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগে সময়সীমা নির্ধারণ সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “আমরা বারবার বলছি যত দ্রুত সম্ভব নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।” সরকার নির্বাচন নিয়ে যে সচেতন তা উপদেষ্টাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে। নির্বাচনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং জরুরি সংস্কার কার্যক্রম শেষ হলেই নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হবে। সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে সরকার। এই উদ্যোগের মাধ্যমে দেশজুড়ে সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়ন করার কথা বলছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট