1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

জামালপুরে ছাত্রশিবিরের প্রকাশনা ও স্বাস্থ্যসেবা ; ক্যাম্পে শিক্ষার্থীদের ব্যাপক সাড়া

জাকিরুল ইসলাম বাবু জামালপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজে দুই দিনব্যাপী প্রকাশনা উৎসব ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) এ আয়োজনের উদ্বোধন করা হয়, যা বৃহস্পতিবার পর্যন্ত চলবে।

প্রকাশনা উৎসবে ছাত্রশিবিরের নববর্ষ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন বই, স্টিকার, ক্যালেন্ডার, শিশুতোষ বই, সাহিত্য, বিজ্ঞান ও ইসলামিক বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। শিক্ষার্থীরা এসব বইয়ের প্রতি আগ্রহ দেখাচ্ছেন এবং নিজেদের পছন্দের বই সংগ্রহ করছেন।

অন্যদিকে, ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। এখানে ব্লাড গ্রুপ নির্ণয়, ব্লাড প্রেসার ও ব্লাড সুগার চেকআপের পাশাপাশি বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, প্রকাশনা উৎসব ও মেডিকেল ক্যাম্প ঘিরে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে। শিক্ষার্থীরা বই কিনছেন, চিকিৎসা সেবা নিচ্ছেন এবং আয়োজকদের প্রশংসা করছেন।

জামালপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন,
ছাত্রশিবির বরাবরই শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এই আয়োজনের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জামালপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি আসাদুল ইসলাম বলেন,
ছাত্রশিবির শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সামসুদ্দিন সুলাইমান বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা শিক্ষার্থীদের মাঝে ছাত্রশিবিরের আদর্শ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসেবার মতো মানবিক উদ্যোগ গ্রহণ করেছি। শিক্ষার্থীদের ব্যাপক সাড়া দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোমেনশাহী অঞ্চল টিম সদস্য অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী বলেন, ইসলামী ছাত্রশিবির শুধু একটি সংগঠন নয়, এটি সমাজের কল্যাণে কাজ করছে। তাদের ইতিবাচক কাজ বাংলাদেশের মানুষের মাঝে ভালো প্রভাব ফেলেছে।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজিদা সঞ্জু বলেন, ছাত্রশিবিরের এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। প্রকাশনা উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ছে, আর ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অনেকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা পাচ্ছেন। আমি মনে করি, এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত।

সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবির হাসান বলেন, ইসলামী ছাত্রশিবিরের এ উদ্যোগ প্রশংসনীয়। তারা যদি প্রতিবছর এ কার্যক্রম চালিয়ে যায়, তাহলে শিক্ষার্থী ও সাধারণ মানুষের অনেক উপকার হবে।

এ আয়োজনে উপস্থিত ছিলেন মুহাম্মদ নাঈম সরকার, সাইম, সানজিদা সঞ্জু, আবির হাসানসহআরও অনেকে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এ ধরনের ইতিবাচক কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি করছে এবং মানবসেবার অনুপ্রেরণা দিচ্ছে।ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট