1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা বেড়েছে, শীতে দুর্ভোগে দিনমজুররা

পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
শৈত্যপ্রবাহ/শীত

হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের প্রকোপ কিছুটা কমলেও দুর্ভোগ পিছু ছাড়ছে না। গত কয়েকদিনের তুলনায় আজ তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কনকনে ঠাণ্ডায় এখনও বিপর্যস্ত সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, শৈত্যপ্রবাহ কেটে গেছে এবং সকালে সূর্যের দেখা মিলছে। তবে হিমশীতল বাতাসের কারণে শীতের অনুভূতি এখনও তীব্র।

তেঁতুলিয়ায় শীতের প্রকোপ দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় বরাবরই বেশি। চলতি বছর পৌষ মাসের শুরু থেকেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। এই ঠাণ্ডা আবহাওয়ার কারণে দিনমজুর, চা শ্রমিক এবং পাথর শ্রমিকরা কাজ করতে পারছেন না, ফলে তাদের আয়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

কনকনে শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের দুর্ভোগ আরও বেড়েছে। তেঁতুলিয়ায় শীতবস্ত্রের অভাবে অনেকের রাত কাটছে অত্যন্ত কষ্টে। বিশেষ করে যারা দিনমজুর হিসেবে কাজ করেন, তাদের জন্য শীতের প্রভাব হয়ে উঠেছে অসহনীয়।

সকালবেলা সূর্যের দেখা মিললেও রাতের ঠাণ্ডা হিমশীতল। আবহাওয়ার এই পরিবর্তন কিছুটা স্বস্তি নিয়ে এলেও দীর্ঘস্থায়ী দুর্ভোগ কমাতে কার্যকরী পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দরিদ্র মানুষদের সহায়তায় শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেওয়া হলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে দ্রুত ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এলাকার বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট