1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
দেবীগঞ্জে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও অটো ভ্যান বিতরণ - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন

দেবীগঞ্জে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও অটো ভ্যান বিতরণ

এম.এম.এ.জিন্নাহ্ রানা পঞ্চগড় প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
দেবীগঞ্জে প্রতিবন্ধী ও ভিক্ষুকদের মাঝে হুইল চেয়ার ও অটো ভ্যান বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ৩০টি হুইল চেয়ার এবং ভিক্ষুকদের মাঝে ১৫টি অটো চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে। সামাজিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চগড়ের জেলা প্রশাসক মো. সাবেত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সামগ্রী বিতরণ করেন।

হুইল চেয়ার ও অটো ভ্যান বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “প্রতিবন্ধী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে তাদের স্বাবলম্বী করতে পারলেই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

হুইল চেয়ার ও ভ্যান বিতরণ শেষে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে দেবীগঞ্জের সরকারি কর্মকর্তা, বিভিন্ন পেশাজীবী ও সুধী সমাজের ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান সভায় সভাপতিত্ব করেন। সভায় দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনাগুলো নিয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, “দেবীগঞ্জ উপজেলায় অনেক উন্নয়নের সম্ভাবনা রয়েছে। তবে কিছু সমস্যা নিরসন ও পরিকল্পনা অনুযায়ী উন্নয়নমূলক কাজ করতে হবে। এজন্য সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রুনা লায়লা, দেবীগঞ্জ উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা, দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেবীগঞ্জের ছাত্র সমন্বয়ক ওয়াসিস আলম।

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও সভায় অংশ নেন।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকাণ্ড, কৃষি খাতের উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষাব্যবস্থা এবং সেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায় দেবীগঞ্জকে আরও উন্নত ও আধুনিক উপজেলায় রূপান্তরিত করা সম্ভব।”

দেবীগঞ্জ উপজেলা প্রশাসন নিয়মিতভাবে এ ধরনের সামাজিক ও উন্নয়নমূলক কর্মসূচির আয়োজন করে আসছে।

অটো ভ্যান পেয়ে একজন ভিক্ষুক বলেন,“আমাদের জন্য এ ধরনের সহযোগিতা অনেক উপকারে আসবে। এখন থেকে ভিক্ষার বদলে আয় করতে পারব।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট