1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
পানির ট্যাংকে লুকিয়েও গ্রেপ্তার কক্সবাজার মহিলা লীগের নেত্রী - RT BD NEWS
সোমবার, ০৫ মে ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

পানির ট্যাংকে লুকিয়েও গ্রেপ্তার কক্সবাজার মহিলা লীগের নেত্রী

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
নাজনীন সরওয়ার কাবেরী

চট্টগ্রাম নগরীর দেবপাহাড় এলাকায় পুলিশের অভিযান পরিচালনায় কক্সবাজার মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে চকবাজার থানা পুলিশ কাবেরীকে আটক করে।

কাবেরী, যিনি সাবেক রাষ্ট্রদূত ও আওয়ামী লীগের নেতা ওসমান সরওয়ারের কন্যা, কক্সবাজার-৩ এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তার বড় ভাই সাইমুম সরওয়ার কমল কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন।

পুলিশের সূত্রে জানা যায়, কাবেরীর অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ দেবপাহাড়ে অভিযান চালায়। খবর পেয়ে কাবেরী ওই বাড়ির ছাদে উঠে পানির ট্যাংকের ভেতরে লুকিয়ে ছিলেন। একপর্যায়ে পানির ট্যাংকের ভিতর থেকে তাকে বের করা হয়। দেবপাহাড়ের বাসাটি কাবেরী পরিবারের পৈতৃক নিবাস হিসেবে পরিচিত।

নাজনীন সরওয়ার কাবেরী দীর্ঘদিন ধরে জ্বালানি তেল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং তার নিজের একটি অয়েল ট্যাংকার রয়েছে। ৫ আগস্টের ছাত্র গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তিনি আত্মগোপনে চলে যান।

এ বিষয়ে নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) শাকিলা সুলতানা বলেন, “কক্সবাজার পুলিশের সঙ্গে সমন্বয় করে কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজারে মামলা রয়েছে এবং তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

এই গ্রেপ্তার ঘটনাটি রাজনীতি এবং ব্যবসার জটিলতায় আলোচনায় এসেছে এবং স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট