পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এটি গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল। নিম্নচাপটি উপকূল থেকে দূরে থাকলেও এর প্রভাব পড়েছে দেশের আবহাওয়ায়।
নিম্নচাপের প্রভাবে আজ শনিবার দেশের উপকূলীয় খুলনা ও বরিশাল অঞ্চলে হালকা বৃষ্টি হচ্ছে। তবে রাজধানী ঢাকায় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, ‘‘নিম্নচাপের প্রভাবে রাজধানীর আকাশ মেঘলা থাকলেও আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টি না হলে আর বৃষ্টির সম্ভাবনা নেই।’’
সাগরে নিম্নচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। নিম্নচাপের প্রভাবের কারণে আগামীকাল রবিবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। তবে মঙ্গলবারের দিকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা খানিকটা বেড়েছে। আজ তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ মো. শাহিনুল ইসলাম জানিয়েছেন, ‘‘আগামীকাল রবিবার থেকে মেঘলা আকাশ ও বৃষ্টির প্রবণতা কমবে। তবে মঙ্গলবারের দিকে আবার কিছুটা বৃষ্টি হতে পারে।’’
নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় সাময়িক বৃষ্টির সম্ভাবনা থাকলেও রাজধানীসহ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির পরিমাণ সীমিত থাকবে। এ অবস্থায় আবহাওয়ার উন্নতি নিয়ে অধিদপ্তরের পূর্বাভাস অনুসরণ করতে বলা হয়েছে।