1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বাংলাদেশ সরকার পরিবর্তনে ডিপ স্টেটের ভূমিকা নেই: ট্রাম্প - RT BD NEWS
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি বিদেশে চিকিৎসা খরচ সর্বোচ্চ ১৫ হাজার ডলার: বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ সরকার পরিবর্তনে ডিপ স্টেটের ভূমিকা নেই: ট্রাম্প

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন যে, বাংলাদেশ সরকারের পরিবর্তনে মার্কিন ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প এ কথা বলেন।

সেখানে উপস্থিত এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প, বাংলাদেশ ইস্যুতে আপনি কী বলতে চান? কারণ, আমরা দেখেছি বাইডেন প্রশাসনের সময় মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। মুহাম্মদ ইউনূস জুনিয়র সরোসের (জর্জ সোরোসের ছেলে) সঙ্গে সাক্ষাৎও করেছিলেন। তো, বাংলাদেশ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি এবং বাংলাদেশে ডিপ স্টেটের ভূমিকা কী?’

এই প্রশ্নের উত্তরে ট্রাম্প স্পষ্ট করেন, ‘এখানে ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না। এটি এমন কিছু, যা নিয়ে দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) কাজ করছেন এবং ভারত শত শত বছর ধরে কাজ করে আসছে, আমি যতটুকু জানি। সত্যি বলতে, আমি এটি সম্পর্কে পড়ছি, কিন্তু আমি বিষয়টি প্রধানমন্ত্রীর (মোদি) ওপর ছেড়ে দেব।’

দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর এটিই ছিল ট্রাম্প ও মোদির প্রথম বৈঠক। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হোয়াইট হাউসে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প।

দুই নেতা হোয়াইট হাউসে দ্বিপাক্ষিক বৈঠক করেন, যেখানে মূল আলোচনার বিষয়বস্তু ছিল বাণিজ্য, শুল্ক ও অভিবাসন।

বৈঠকের শুরুতেই তারা একে অপরকে আলিঙ্গন করেন ও করমর্দন করেন। আলোচনার পূর্বে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনেও তারা অংশ নেন।

বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে মার্কিন সরকারের গোপন কোনো সংস্থার ভূমিকা ছিল কি না—এ প্রশ্ন দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল। তবে ট্রাম্প সরাসরি এই দাবিকে নাকচ করে দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট