1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার প্রকাশ চট্টগ্রামে হঠাৎ পেঁয়াজের দাম বৃদ্ধি: এক সপ্তাহে কেজিতে বেড়েছে ৩০ টাকা রক্ষণাবেক্ষণ কাজের কারণে ঢাকা-গাজীপুরের বহু এলাকায় ২২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে দেশে নির্বাচনী জোয়ার চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধেই ভোট: প্রেস সচিব যুক্তরাষ্ট্রের পারমাণবিক পদক্ষেপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে রাশিয়া কাহারোলে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে বর্ণাঢ্য র‍্যালি ও কর্মসূচি ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১৮৮ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে পিরোজপুরে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মিথ্যা ডাকাতির অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন ক্ষুদ্র আইএসপি ব্যবসা থেকে সরাতে সংগঠিত প্রচেষ্টা চলছে: ফয়েজ আহমদ তৈয়্যব

ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫
ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

ঝিনাইদহ শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ মে) সকালে শহরের পায়রা চত্বরে রেলপথ বাস্তবায়ন পরিষদের আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে অংশ নেন সংগঠনটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে ঘণ্টাব্যাপী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন।

র্মসূচিতে বক্তব্য দেন— রেল আব্দুল্লাহ, সভাপতি, আরিয়া ইয়াসমিন লিম্পা, সাধারণ সম্পাদক, হোসান ইমাম (হিমু), সহ-সভাপতি, ইফাজ তানভীর মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক, শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক, আশিকুর রহমান মিনার, দপ্তর সম্পাদক, তারেক মাহমুদ জয়, প্রচার ও প্রকাশনা সম্পাদক, হিদুল ইসলাম, কোষাধ্যক্ষ, আবুল কালাম আজাদ, সহ-প্রচার সম্পাদক, মাহবুব মল্লিক, কার্যনির্বাহী সদস্য, শাহিনূর রহমান লিটন, সাংস্কৃতিক কর্মী,গাউস গোর্কী, সামাজিক ব্যক্তিত্ব, আনোয়ার পারভেজ মাসুম ও জিহান লিমন সহ আরও অনেকে।

এছাড়া জেলার রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাও কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন।

বক্তারা বলেন, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গায় রেললাইন থাকলেও ঝিনাইদহ শহর এখনও রেল সংযোগ থেকে বঞ্চিত। তারা মাগুরা থেকে ঝিনাইদহ শহর হয়ে কুষ্টিয়া বা চুয়াডাঙ্গা পর্যন্ত রেললাইন সম্প্রসারণের জোর দাবি জানান।

তাদের মতে, “এই রেলপথ বাস্তবায়িত হলে ঝিনাইদহ অঞ্চলের মানুষের বহুদিনের স্বপ্ন পূরণ হবে। একই সঙ্গে দ্রুত যোগাযোগ ও অর্থনৈতিক উন্নয়নও নিশ্চিত হবে।” রেলপথ বাস্তবায়ন পরিষদের নেতারা সরকারের প্রতি আহ্বান জানান, ঝিনাইদহবাসীর এই দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত রেললাইন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন শুরু করা হোক।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট