1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শৈলকুপায় নুরু’র উপর হামলার প্রতিবাদে মিছিলে ছাত্রদলের হামলা, আহত ৫ পিরোজপুরে নুরুল হক নুরু’র উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশ নুরের উপর হামলা বিচ্ছিন্ন নয়, এটি সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নী জেনারেল নির্বাচন কমিশন সার্ভিস গঠনে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দিল মাঠ কর্মকর্তারা দীর্ঘ সাড়ে ১৩ বছর পরও নিখোঁজ মুকাদ্দাসকে ফিরে পাওয়ার অপেক্ষায় পরিবার খালেদ মাসুদ তালুকদার সোহেলের খুটির জোর কোথায়? দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

ভোরে গ্রামের মাঠের ড্রেনে মিলল ইউপি সদস্যের মরদেহ

আরিফ মোল্যা, ঝিনাইদহ
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
ড্রেনে মিলল ইউপি সদস্যের মরদেহ

থানা থেকে বলছি, তোমার নামে মামলা হচ্ছে। নাম বাদ দিতে হলে আজ রাতের মধ্যেই দুই লক্ষ টাকা দিতে হবে। নইলে পুলিশ তোমাকে বাড়ী থেকে ধরে আনবে। এমন কথা শুনে ভয়ে রাতে বাড়ি থেকে বের হবার পর ভোরে গ্রামের মাঠের ড্রেনের মধ্যে পাওয়া গেছে আমিনুল ইসলাম

(৫০) নামের এক ইউপি সদস্যের মরদেহ। সে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সিমলা রোকনপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর সদস্য। উল্লেখ্য, একই ভাবে ওই ইউনিয়নের আরো ৬ জন মেম্বার সদস্যের কাছেও মামলার ভয় দেখিয়ে চাঁদা দাবী করেছে অজ্ঞাত প্রতারক চাঁদাবাজরা। এদিকে নিহতের ঘটনায় তার পরিবার গত ১৭ মার্চ রোববার কালীগঞ্জ থানাতে একটি অভিযোগ দিলেও পুলিশ বলছে, অভিযোগটি প্রথমে দেবার পরেই আবার সেটি নিয়ে গেছে ভূক্তভোগীরা। আর চাঁদার বিষয়ে পুলিশের ভার্য্য, একটি প্রতারকচক্র ঈদকে সামনে রেখে বিভিন্ন কৌশলে চাঁদা চেয়ে মানুষকে হয়রানী করছে।

নিহতের কন্যা পুকুরিয়া গ্রামের আফরোজা খাতুন তার অভিযোগে উল্লেখ করেছেন, গত ১৫ মার্চ রাত ১০ টা ০২ মিনিটে পিতা ইউপি সদস্য আমিনুল ইসলামের ব্যবহৃত ০১৭২৪-০৮-২১৩২ নং মোবাইলে অজ্ঞাত পরিচয়ে ০১৩১৪-৮৯২০২১ নং থেকে একটি কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে বলে আমি থানার পুলিশ বলছি। আপনার নামে থানাতে একটি মামলা হচ্ছে। এই মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিতে হবে। ফোনে এমন কথা শুনে আমিনুল টাকা দিতে অপারগতা প্রকাশ করলে অপর প্রান্তের অজ্ঞাত ব্যাক্তি তাকে গালিগালাজ ও হুমকি সহ বাড়ী থেকে তুলে নেবার নানা ভয়ভীতি দেয়ায়। এমন বিষয়টি পরিবারকে জানিযে তার পিতা রাত সাড়ে ১০ টার দিকে বাড়ী থেকে বেরিয়ে যান। রাতে আর বাড়ী ফিরে আসেনি তিনি। পরদিন ১৬ মার্চ ভোরে পুকুরিয়া গ্রামের মাঠের একটি ড্রেনের মধ্যে থেকে আমিনুলের মৃতদেহ পাওয়া যায়। তবে, কিভাবে তার মৃত্যু হয়েছে, এর সঠিক কোন কারন কেউ বলতে পারেনি। এ নিয়ে পরিবার ও গ্রামবাসীদের ধারনা, অজ্ঞাত চাঁদাবাজদের ভয়ে বাড়ী ছেড়ে পালাতে গিয়ে ষ্টোক করে হয়ত মারা যেতে পারেন তিনি। এ ঘটনায় ১৬ মার্চ রাতে নিহতের কন্যা কালীগঞ্জ থানাতে গিয়ে একটি অভিযোগ দিয়েছেন।

উল্লেখ্য, ওই রাতেই একই পরিচয়ে সিমলা রোকনপুর ইউনিয়নের ইউনুচ আলী, টিটো, মুনছুর আলী, সিদ্দিক বিশ্বাস, রাকিব হোসেন, আকবর আলী ও আমিনুল ইসলাম নামে ৭ জন মেম্বর সদস্যের কাছে পুলিশ পরিচয়ে ফোন দেওয়া হয়। এ সময় মামলার ভয় দেখিয়ে মোবাইলে তাদের থেকেও চাঁদা দাবী করে অজ্ঞাত প্রতারকরা।

ওই ইউনিয়নের ইউপি সদস্য ইউনুচ আলী বলেন, একইদিন রাত ৯ টা ৫২ মিনিটে একই মোবাইল নং থেকে থানার এ এস আই মাসুদ বলছি পুলিশ পরিচয়ে তাকে কল দিয়েছিল। এ সময় তাকে বলে, তুই আ’লীগ করিস, তোর নামে মামলা হচ্ছে। মামলা থেকে নাম খারিজ করতে দুই লাখ টাকা দিবি। এ সময় মেম্বর ইউনুচ মোবাইলে কথা বলা পুলিশের সাথে থানাতে দেখা করতে চাইলে গালীগালাজ ও দেখে নেবার হুমকি দেয়। ইউনুচ আরো জানায়, একই রাতে তারমত আরো ৬ জন ইউপি সদস্যকে মোবাইলে হুমকি দিয়েছে ওই প্রতারক চক্রটি।

এসব বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন, মৃত ব্যাক্তির স্বজনরা থানাতে এসে একটি অভিযোগ দিয়েছিলেন। কিন্তু কিছু সময় পরই আবার অভিযোগটি নিয়ে গেছেন। তিনি বলেন, পুলিশ পরিচয়ে চাঁদাদাবীকৃত ব্যাক্তির নাম ও মোবাইল নং খতিয়ে

দেখেছেন। ওই নামে বা ওই নাম্বারের কোন মোবাইল অত্র থানাতে নাই। বিষয়টি দ্রুত খতিয়ে দেখে ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট