ভারতের মণিপুর রাজ্যের দুটি গ্রামে শুক্রবার সশস্ত্র ব্যক্তিরা বন্দুক ও বোমা হামলা চালিয়েছে, যার ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, হামলার পাল্টা জবাব দিয়েছে নিরাপত্তা বাহিনী।
পূর্ব ইম্ফল জেলার সানাসাবি ও থামনাপোকপি গ্রামে এ হামলা চালানো হয়। সানাসাবি গ্রামে বেলা পৌনে ১১টার দিকে পাহাড়ের ওপর থেকে সশস্ত্র ব্যক্তিরা এলোপাতাড়ি গুলি ও বোমা ছুড়তে শুরু করে। হামলার পর নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাল্টা আক্রমণ চালায়। স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। বেলা সাড়ে ১১টার দিকে হামলা থামনাপোকপি গ্রামেও ছড়িয়ে পড়ে, ফলে সেখানকার বাসিন্দাদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সশস্ত্র ব্যক্তি ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গোলাগুলি শুরু হলে স্থানীয় লোকজন নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে যান। সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেখান থেকে নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিদের উদ্ধার করতে সক্ষম হয়।
মণিপুরে গত বছরের মে মাস থেকে মেইতেই এবং কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সহিংসতা চলছে, যার ফলে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। সহিংসতার ফলে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে এবং শঙ্কা দেখা দিয়েছে ভবিষ্যতে এর প্রকোপ আরও বাড়তে পারে।
এ হামলার সঙ্গে সশস্ত্র গোষ্ঠীগুলোর পূর্বের সহিংসতার সম্পর্ক থাকতে পারে, তবে এখনও পর্যন্ত এর কোনো নির্দিষ্ট কারণ বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী এলাকায় তৎপর রয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে।