1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি কালীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কুরআন খতম ও গণদোয়া মাহফিল পঞ্চগড়ে কনকনে শীতে জনজীবন বিপর্যস্ত, তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে ১০.৫ ডিগ্রিতে ঝিনাইদহে গর্ব ও শ্রদ্ধায় পালিত হানাদারমুক্ত দিবস জুলাই বিপ্লব তরুণদের ম্যানপাওয়ারে রূপান্তর করেছে: ভিপি সাকিক কায়েম এলজিইডির উন্নয়ন কাজ বদলে দিচ্ছে কালীগঞ্জের গ্রামীণ জনপদ ভারতে জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখার ঘোষণা পুতিনের সহকারী অধ্যাপক ড. আক্তার হাসানের ইন্তেকাল: কালীগঞ্জে জানাজা ও দাফন সম্পন্ন দিঘলিয়ায় ৮ দলের সমাবেশে যোগ দেওয়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের ক্লাসরুম থেকে বের করে দিলেন সভাপতি

হা-মীম গ্রুপের কারখানা পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত  ট্রেসি অ্যান জ্যাকবসন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
ট্রেসি অ্যান জ্যাকবসন, হা-মীম গ্রুপ, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বাংলাদেশ, পোশাক শিল্প বাংলাদেশ, টঙ্গী পোশাক কারখানা, বাংলাদেশ গার্মেন্টস ফ্যাক্টরি, হা-মীম গ্রুপ পরিদর্শন, এ কে আজাদ, মার্কিন তুলা বাংলাদেশ, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য, গার্মেন্টস খাত উন্নয়ন, বাংলাদেশ পোশাক রপ্তানি, টেকসই পোশাক শিল্প, হা-মীম গ্রুপ টঙ্গী

বাংলাদেশের পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের অংশীদারত্ব আরও জোরদার করার লক্ষ্যে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন বৃহস্পতিবার হা-মীম গ্রুপের টঙ্গী জোনের পোশাক কারখানা পরিদর্শন করেছেন।

দুপুর সাড়ে ১২টার দিকে কারখানায় পৌঁছান তিনি এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের তৈরি পোশাক শিল্পে যুক্তরাষ্ট্রের উচ্চমানের তুলার ব্যবহার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

কারখানা পরিদর্শনের সময় হা-মীম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— এ. কে. আজাদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), সাজিদ আজাদ, পরিচালক, আকতারুজ্জামান, টঙ্গী জোনের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও), গরিমা শ্রিবাস্তব, নির্বাহী পরিচালক (মার্চেন্ডাইজিং), বিক্রমজিৎ সিং, জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রতিনিধি দলটি হা-মীম গ্রুপের উৎপাদন সক্ষমতা, কর্মপরিবেশ, শ্রমিকদের কল্যাণ, এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার বিষয়ে বিস্তারিত তথ্য গ্রহণ করেন।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে পোশাক খাতে দীর্ঘদিনের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। এ সফর সেই সম্পর্ককে আরও শক্তিশালী করার একটি ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। বিশেষত, পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই কাঁচামাল ব্যবহারে হা-মীম গ্রুপের অগ্রগতি আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত হচ্ছে।

রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের এই সফর দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের পাশাপাশি শ্রমমান, পণ্যের গুণগতমান এবং টেকসই উন্নয়ন লক্ষ্যের সঙ্গে বাংলাদেশের অগ্রগতিকে তুলে ধরেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট