1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে দৃঢ়প্রতিজ্ঞ ড. মুহাম্মদ ইউনূস

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন যে, জুলাই বিপ্লবের মূল কথা ছিল সংস্কার এবং তার সরকার নির্বাচনের আগে এই সংস্কার কার্যক্রম সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। সোমবার (২ ডিসেম্বর) ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকসের সঙ্গে এক বৈঠকে ড. ইউনূস এ মন্তব্য করেন।

বৈঠকে সুইডেনের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়ে ড. ইউনূস বলেন, “আমরা বাংলাদেশে আরও সুইডিশ বিনিয়োগকে স্বাগত জানাই। অন্তর্বর্তী সরকার দেশে ব্যবসার পরিবেশ সহজতর করতে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।” তিনি আরও জানান, তার সরকার ইতিমধ্যেই দুর্নীতি দমনে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে বিনিয়োগ সহজতর করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছে। একইসঙ্গে শ্রম আইন বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) কনভেনশন অনুমোদনের প্রক্রিয়াও চলছে।

ড. ইউনূস বলেন, “দেশের পরিস্থিতি স্থিতিশীল হয়েছে, তবে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বিশেষ করে সমাজের বিভিন্ন গোষ্ঠীর উচ্চ প্রত্যাশা পূরণের ক্ষেত্রে আমাদের সতর্ক থাকতে হচ্ছে। দাবি-দাওয়া মেটানো একটি বড় দায়িত্ব, এবং আমরা এই বিষয়ে সচেষ্ট রয়েছি।”

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনের আগে সংস্কার কার্যক্রম সম্পন্ন করা তাদের প্রধান লক্ষ্য। “বিপ্লবের মূলমন্ত্রই ছিল সংস্কার এবং আমরা তা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ,” বলেন তিনি।

সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইকস অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের প্রশংসা করেন এবং পুলিশের দক্ষতা বৃদ্ধি, বিচার বিভাগে উন্নয়ন, নির্বাচন কমিশন শক্তিশালীকরণ এবং বেসামরিক প্রশাসনের কার্যক্রমে সংস্কারের জন্য সরকারের পদক্ষেপকে সমর্থন করেন।

বৈঠকে জুলাই-আগস্ট বিপ্লব, সরকারের বিভিন্ন সংস্কার উদ্যোগ, বাংলাদেশে সুইডিশ বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা এবং গণঅভ্যুত্থানে নারীর ভূমিকা নিয়ে আলোচনা হয়। আলোচনায় উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক শাহনাজ গাজী।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে যে পদক্ষেপ নিচ্ছে, তা সুইডেনসহ আন্তর্জাতিক মহলে প্রশংসিত হচ্ছে। নির্বাচনের আগে এই সংস্কার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে দেশের উন্নয়নে আরও শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট