ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের আগে ওয়াশিংটনে আয়োজিত বিশেষ নৈশ্যভোজে উপস্থিত হয়ে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির সৌন্দর্য ছড়িয়ে দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি। ঐতিহ্যবাহী কাঞ্চিপুরম শাড়ি ও ১৮ শতকের নকশা করা গয়নায় তার মনোমুগ্ধকর উপস্থিতি বিশ্বনেতা ও গণ্যমান্য ব্যক্তিদের মুগ্ধ করেছে।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, নীতা আম্বানি ঐ দিন রুপালি-সোনালি জরির কাজ করা বেগুনি ও সবুজ পাড় দেওয়া কালো কাঞ্চিপুরম শাড়ি পরেছিলেন। দক্ষিণ ভারতের বিখ্যাত এই সিল্ক শাড়িতে ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবহনকারী ১০০টি নকশা ও বিভিন্ন দেব-দেবী এবং মন্দিরের নিখুঁত নকশা ছিল। শাড়িটির প্রতিটি কারুকাজ ভারতীয় সংস্কৃতির গভীর ইতিহাস ও ধর্মীয় মাহাত্ম্যকে ধারণ করে।
নীতার সাজকে পূর্ণতা দিয়েছে ১৮ শতকের বহুমূল্য গয়না। বিশেষভাবে তৈরি সোনার সেটটি, যাতে ছিল টিয়া পাখির লকেটসহ রুবি, মুক্ত, হিরে, ও পান্না খচিত রত্নের ব্যবহার, দক্ষিণ ভারতের কারিগরদের নিপুণ দক্ষতার উদাহরণ। দুইশ বছরের পুরনো এই গয়নার নকশা এখন আর খুব একটা দেখা যায় না।
নৈশভোজে নীতা আম্বানি হালকা মেকআপে সজ্জিত হয়েছিলেন। ন্যুড শেডের লিপস্টিক, কালো টিপ, এবং খোঁপায় বাধা চুল তার সম্পূর্ণ লুককে অনন্য করে তোলে। ভারতীয় ঐতিহ্য ও আধুনিকতার নিখুঁত মিশ্রণে তার সাজ নজর কেড়েছে অতিথিদের।
অনুষ্ঠানে মুকেশ ও নীতা আম্বানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন জানান। তারা ভারত-যুক্তরাষ্ট্রের সম্পর্ককে আরও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন।
এই বিশেষ নৈশভোজে নীতা আম্বানির উপস্থিতি শুধু সৌন্দর্য আর শৈলীর প্রকাশ নয়, বরং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব, যা বিশ্ব মঞ্চে ভারতের অবস্থানকে আরও সুদৃঢ় করে তোলে।