1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন

আইনজীবী হত্যাকাণ্ডের নিন্দা ও কঠোর শাস্তির প্রতিশ্রুতি: নাহিদ ইসলাম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

চট্টগ্রামের আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সাম্প্রদায়িক সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার ঘটনায় কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে বিস্তারিত বক্তব্য দিয়েছেন।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “এই বর্বর হত্যাকাণ্ড নজিরবিহীন। সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি জানান, বাংলাদেশ সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি-দাওয়ার প্রতি সর্বদা আন্তরিক এবং সম্প্রীতি বিনষ্টকারী যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে।

পোস্টে নাহিদ ইসলাম উল্লেখ করেন, চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা-সমাবেশে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা থাকা সত্ত্বেও কোনো কার্যকর আইনগত পদক্ষেপ না নিয়ে তিনি বিভিন্ন স্থানে উসকানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছিলেন। তথ্য উপদেষ্টা দাবি করেন, “এই তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা।”

নাহিদ ইসলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে বলেন, “আওয়ামী লীগ সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতিকে উসকে দেওয়ার চেষ্টা করেছে। ভারতীয় মিডিয়া বরাবরই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা করে আসছে।”

তিনি বলেন, “চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকরা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে যেভাবে সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে, তা পুরোপুরি পরিকল্পিত।” তিনি আরও দাবি করেন, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা নাশকতা চালিয়ে যাচ্ছে।

তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশের নাগরিক হিসেবে অভিহিত করে তাদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, “যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত, তাদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।”

নাহিদ ইসলাম জনগণকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “সন্ত্রাসীদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করা হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট