পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ির জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি ও পার্শ্ববর্তী এলাকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাজেক ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে ৪ ডিসেম্বর (বুধবার) থেকে পর্যটকদের ওই এলাকায় না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এ নির্দেশনা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে।
রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি সাময়িক সিদ্ধান্ত, যা পর্যটকদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।”
চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম দফায় সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছিল জেলা প্রশাসন। সেই সময়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল উদ্বেগজনক। প্রথম দফার তিন দিনের পর পর্যটকদের নিরাপত্তার স্বার্থে নিরুৎসাহিতকরণের সময় আরও দুই দফা বৃদ্ধি করা হয়েছিল।
সাজেক ভ্যালি পার্বত্য চট্টগ্রামের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক বৈচিত্র্য দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ঝুঁকির কারণে জেলা প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্টরা আশা করছেন, পরিস্থিতি স্বাভাবিক হলে সাজেকে পর্যটকদের আগের মতো নিরাপদে ভ্রমণের সুযোগ সৃষ্টি হবে। এর আগে নেওয়া পদক্ষেপগুলোর মতোই বর্তমান নির্দেশনাও সাময়িক।
পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের এই উদ্যোগ সঠিক হলেও এটি পর্যটন শিল্পে সাময়িক প্রভাব ফেলতে পারে। আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে সাজেক আবারও পর্যটকদের জন্য উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।