1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম-উত্তর আমেরিকায় ভয়াবহ বন্যা: দশ হাজারেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ বিজয়নগরে শরিফ ওসমান হাদির ওপর হামলায় গভীর উদ্বেগ প্রধান উপদেষ্টা বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসে যোগ দিলেন রহমানুল্লাহ গুরবাজ ৩৪৯ কোটি লোকসান সত্ত্বেও মোবারকগঞ্জ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুমের উদ্বোধন কাহারোলে শ্রী মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি পালিত শাহরুখ খান দুবাইয়ে টাওয়ার উদ্বোধনে শেয়ার করলেন জীবনের মোড় ঘুরানো মুহূর্ত মাত্র ৫ রানে ভারতের ৫ উইকেট নিয়ে ভারতকে হারিয়ে সমতায় দক্ষিণ আফ্রিকা এস আলম গ্রুপের ১,৯৩৬ একর জমি জব্দের আদেশ: দুদক চট্টগ্রাম বন্দরে ডিপোগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত স্থগিত বিকডা মেয়েদের হিজাব নিষেধাজ্ঞায় অস্ট্রিয়ার পার্লামেন্ট অনুমোদন দিল

আগামী ২৪ ঘণ্টায় কিছু অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
হাল্কা বৃষ্টি

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগে গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরাঞ্চলেও কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। রোববার (৫ জানুয়ারি) আবহাওয়া অফিস থেকে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চল ও নদী অববাহিকায় ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, নদীপথে নৌযান এবং সড়ক যোগাযোগ বিঘ্নিত হতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তবে কুয়াশার কারণে শীতের অনুভূতি বজায় থাকবে। কুয়াশা পড়ার কারণে মহাসড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বাড়তে পারে। এ কারণে সড়ক, নৌ ও আকাশপথে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের তথ্য দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সারাদেশেই মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে।

আগামী পাঁচ দিনে দেশের তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় শীতের প্রকোপ বাড়তে পারে। বিশেষ করে উত্তরাঞ্চল ও নদী অববাহিকার এলাকায় ঠান্ডা বাড়বে। শীতকালীন এ সময়ে কুয়াশার প্রভাব বিবেচনায় নিয়ে যেকোনো ধরনের ভ্রমণ পরিকল্পনায় সতর্ক থাকা প্রয়োজন। ঘন কুয়াশার কারণে বিমানবন্দর ও নৌবন্দরে ফ্লাইট ও ফেরি চলাচলে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শীতের এই সময়ে দেশের আবহাওয়া পরিস্থিতির প্রতি বিশেষ নজর রাখা জরুরি। চালকদের রাতের বেলা সাবধানতার সঙ্গে গাড়ি চালানোর এবং নৌযানের ক্ষেত্রে নদীপথে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, শীতের প্রভাব আরও বাড়বে এবং দেশের বিভিন্ন অঞ্চলে কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পেতে পারে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট