1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ ফুটবল দল পেল ২ কোটি টাকার পুরস্কার ভ্যাট সঠিকভাবে সরকারে পৌঁছানো নিশ্চিত করতে হবে: অর্থ উপদেষ্টা সচিবালয়ে অবরুদ্ধ অবস্থায় ৬ ঘণ্টা কাটিয়ে অর্থ উপদেষ্টা নিরাপদে ত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে পর্যটকদের সোশ্যাল মিডিয়া ইতিহাস আবেদনের নতুন প্রস্তাব পিরোজপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত কাহারোলে বিএনপির ফ্রি মেডিক্যাল ক্যাম্প, গ্রামীণ জনসেবায় ব্যাপক সাড়া উচ্চশিক্ষায় পিছিয়ে পড়া পিরোজপুরকে এগিয়ে নিতে ‘বলেশ্বর’-এর অনন্য উদ্যোগ কালীগঞ্জে “জনতার মুখোমুখি আগামীর এমপি” অনুষ্ঠানে জনসংযোগ করলেন জামায়াত প্রার্থী আবু তালিব পিরোজপুরে জামায়াতের পক্ষকালব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ঝিনাইদহে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আফগান সীমান্তে পাকিস্তানি চৌকিতে হামলা: ১৬ সেনা নিহত

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
আফগান সীমান্তে পাকিস্তানি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মাকিন এলাকায় আফগান সীমান্তের কাছে একটি নিরাপত্তা চৌকিতে সশস্ত্র হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে প্রায় দুই ঘণ্টা ধরে এই হামলা চলে। সশস্ত্র হামলাকারীরা চৌকির গুরুত্বপূর্ণ সরঞ্জাম ধ্বংস এবং অগ্নিসংযোগ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা রয়টার্সকে জানান, মাকিন এলাকায় সেনা চৌকিটিতে ৩০ জনেরও বেশি সশস্ত্র ব্যক্তি অতর্কিত হামলা চালায়। আফগান সীমান্ত থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে সংঘটিত এই হামলায় চেকপয়েন্টে থাকা ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র, এবং অন্যান্য জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়।

আরেক জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা একই তথ্য নিশ্চিত করে জানান, এই হামলায় ১৬ সেনা নিহত এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটজনক।

পাকিস্তানি তালেবান নামে পরিচিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এ হামলার দায় স্বীকার করেছে। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, “আমাদের সিনিয়র কমান্ডারদের শাহাদাতের প্রতিশোধ নিতেই এই অভিযান চালানো হয়েছে।”

হামলার পর নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে এবং হামলাকারীদের ধরতে অভিযান চালায়। তবে এখন পর্যন্ত কোনো হামলাকারীকে আটক করা সম্ভব হয়নি। এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আহত সেনাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

টিটিপি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে ধারাবাহিক হামলার জন্য পরিচিত। আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরেই সংঘাতপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে তালেবান ও অন্যান্য সশস্ত্র সংগঠনগুলোর কার্যক্রম পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সরকারি সূত্রে জানানো হয়েছে, এই ঘটনাটি নতুন করে সীমান্ত এলাকায় সংঘাতের মাত্রা বাড়িয়ে দিতে পারে। নিরাপত্তা বাহিনী চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট