1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে শতবর্ষী গাছ উপড়ে ভবনের উপর, আগুনে আহত ১ আগামীকাল জাতীয় নাগরিক পার্টির ‘নতুন বাংলাদেশের রূপরেখা’ ঘোষণা নেছারাবাদের শতবর্ষী পেয়ারা বাগানে নিষেধাজ্ঞা অমান্য: লাউডস্পিকার জব্দ দিনাজপুরের কাহারোলে নিষিদ্ধ ঘোষিত দুই ছাত্রলীগ কর্মী গ্রেফতার জামালপুরে যুবসমাজের প্রতিবাদ—শুভ পাঠানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনার দিঘলিয়ায় ভ্যানচালককে কুপিয়ে হত্যা, প্রাক্তন স্বামীর ওপর সন্দেহের তীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল মেলা ২০২৫-এ বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো উদ্ভাবনের প্রদর্শনী দেখাল ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শনিবার সকালে পঞ্চগড় সীমান্তে ভারত থেকে ৯ বাংলাদেশিকে পুশইন

‘আমরা চাই, ভারত যেন শান্তিতে থাকে, তারা যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়: শফিকুর রহমান

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, “আমরা চাই ভারত যেন শান্তিতে থাকে। তবে, তারা যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। মাঝেমধ্যে তারা সীমা অতিক্রম করে। বাংলাদেশের মসনদে কে বসবে, সেটা ভারতের ঠিক করার বিষয় নয়। এটি বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত।” তিনি অভিযোগ করেন, ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে।

মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, “ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস বলে উল্লেখ করেছেন, কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেননি। মুক্তিযুদ্ধের চেতনার দাবিদাররা তখন চুপ ছিলেন কেন?” সীমান্তে ফেলানীর লাশ ঝুলে থাকার প্রসঙ্গও তুলে ধরে তিনি বলেন, “যখন সীমান্তে নিরীহ মানুষ হত্যা করা হয়, তখন চেতনার কথা শোনা যায় না।”

শফিকুর রহমান বলেন, “বাংলাদেশে যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষের সহাবস্থান আছে। তবে, আওয়ামী লীগ সংখ্যালঘু ও সংখ্যাগুরুর বিভাজন তৈরি করে রাজনৈতিক ফায়দা নিয়েছে।” তিনি বলেন, “জামায়াত মন্দির পাহারা দিয়েছে, মঠ, প্যাগোডা এবং চার্চও রক্ষা করেছে। আমরা চাই, এমন একটি সমাজ যেখানে কারও উপাসনালয় পাহারা দিতে না হয়।”

তিনি দাবি করেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করতে আমরা ২০১৩ সালে জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনকে চিঠি দিয়েছিলাম। ১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত যা কিছু ঘটেছে, তার সুষ্ঠু তদন্ত হোক। আমরা চাই, সত্য জাতির সামনে আসুক। দোষী হলে আমাদেরও শাস্তি হোক।”

শফিকুর রহমান বলেন, “দেশে যারা খুন, গুম, চুরি, এবং বিদেশে অর্থ পাচার করেছে, তাদের বিচার করতে হবে। এই অর্থ জনগণের, যা দেশে ফেরত আসা উচিত।”

তিনি জনসংখ্যাকে দেশের সম্পদ হিসেবে উল্লেখ করে বলেন, “এই বিপুল জনসংখ্যা অভিশাপ নয়। আমরা যদি কর্মসংস্থান তৈরি করতে পারতাম, তবে দেশের চেহারা বদলে যেত।”

তিনি বলেন, “আমরা চাই না বাংলাদেশ আর বিভক্ত হোক। দেশের ১৮ কোটি মানুষের ৩৬ কোটি হাত একসঙ্গে কাজ করুক। আমরা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, এবং সাম্যের মানবিক বাংলাদেশ চাই।”

তিনি বলেন, “মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে। আমরা চাঁদাবাজি, দুর্নীতি, এবং ঘুষমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করে যাব।”

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আবদুল হালিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবদুল হাকিম, এবং বর্তমান জেলা আমির বেলাল উদ্দীন প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট