1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসীদের ভার্চুয়াল শুনানির নির্দেশ দিলেন আদালত দায়িত্বে অবহেলা করলেই এসিল্যান্ড পদায়ন নীতিমালা ২০২৫ রেমিটেন্সে শীর্ষে আমেরিকা, প্রবাসীদের পাঠানো অর্থে নতুন রেকর্ড কি পেলাম, আমড়া? ঝিনাইদহে জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালিতে জনতার ঢল কাহারোলে ইউএনও আমিনুলের বিদায় ও মোকলেদা খাতুন মীমের যোগদান চিয়া সিড খাওয়ার আশ্চর্য উপকারিতা: মাত্র এক সপ্তাহে শরীরে পরিবর্তন মুন্সীগঞ্জে গ্রেফতার আওয়ামী লীগ নেতা শেখ আমজাদ হোসাইন কারাগারে প্রেরণ অর্থনীতি স্থিতিশীলতায় মূল্যস্ফীতি ৬ শতাংশে নেমে আসবে: প্রধান উপদেষ্টা মুন্সীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন

আলজেরিয়ার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সফরের আমন্ত্রণ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
আলজেরিয়ার অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন ও সফরের আমন্ত্রণ

আলজেরিয়া সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসকে উত্তর আফ্রিকার এই দেশটিতে সফরের আমন্ত্রণ জানিয়েছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি এই বার্তা প্রদান করেন। এ সময় প্রধান উপদেষ্টা আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও গভীর করতে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদলকে ঢাকায় পাঠানোর অনুরোধ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত জানান, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং আগামী মার্চে তাদের জ্বালানিমন্ত্রী ঢাকা সফর করবেন। তিনি আরও বলেন, আলজেরিয়া টেক্সটাইল, পাট, ওষুধ, খাদ্য ও ইলেকট্রনিক্সসহ বিভিন্ন বাংলাদেশি পণ্য আমদানির পরিকল্পনা করছে।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের প্রার্থিতার জন্য আলজেরিয়ার সমর্থন কামনা করেন। ২০২৬-২৭ মেয়াদে ‘সি’ ক্যাটাগরিতে আইএমও কাউন্সিল নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে, ইউএনএইচআরসি ২০২৮-৩০ মেয়াদের জন্য নির্বাচন ২০২৭ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।

সাক্ষাৎকালে এসডিজি-বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট