1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
আলুর দাম নিয়ন্ত্রণে আল্টিমেটাম, টিসিবি আজ থেকে ৪০ টাকায় বিক্রি - RT BD NEWS
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ আদমপুর ঘাঁটিতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদির পাকিস্তানকে হুঁশিয়ারি মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৫৯ জামালপুরের ইসলামপুরে মাদ্রাসা ছাত্রী ভর্তি নিয়ে সংঘর্ষ, আহত ২০ বাংলাদেশ-নেপাল মধ্যে সমন্বিত অর্থনৈতিক কৌশল গ্রহণের আহ্বান জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত, গঠিত হলো রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি নিয়ে সামরিক পর্যায়ে আলোচনা ঝিনাইদহে সংখ্যালঘু হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করলো নির্বাচন কমিশন: ইসি সচিব ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি

আলুর দাম নিয়ন্ত্রণে আল্টিমেটাম, টিসিবি আজ থেকে ৪০ টাকায় বিক্রি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
আলুর দাম নিয়ন্ত্রণে আল্টিমেটাম

দেশের কোল্ড স্টোরেজগুলোতে মজুত থাকা আলু দ্রুত বাজারে ছাড়ার দাবি জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে ভোক্তা অধিকার বিষয়ক বেসরকারি সংগঠন কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস)। গতকাল মঙ্গলবার কাওরান বাজারে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানের কাছে স্মারকলিপি জমা দেন সিসিএসের স্বেচ্ছাসেবীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, অসাধু ব্যবসায়ীরা গত এক মাস ধরে আলুর বাজার নিয়ন্ত্রণ করে ভোক্তাদের জিম্মি করে রেখেছে। তারা ফেব্রুয়ারি-মার্চ মাসে ১৮-২০ টাকা কেজি দরে আলু সংগ্রহ করে কোল্ড স্টোরেজে সংরক্ষণ করেছে। এতে প্রতি কেজির মোট খরচ দাঁড়িয়েছে ২১-২৫ টাকার মধ্যে। অথচ বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি আলুর দাম ৭০-৭৫ টাকা, যা অত্যন্ত অস্বাভাবিক।

এ পরিস্থিতিতে অবৈধ মজুতদার, মধ্যস্বত্বভোগী এবং কোল্ড স্টোরেজ ম্যানেজারদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনার দাবি জানিয়েছে সিসিএস। স্মারকলিপির সঙ্গে বিভাগ ও জেলাভিত্তিক কোল্ড স্টোরেজের তালিকা এবং অবৈধ মুনাফাখোরদের তথ্যও দেওয়া হয়েছে।

আলুর বাজার স্থিতিশীল রাখতে আজ বুধবার থেকে রাজধানীতে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু করবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। একজন ক্রেতা সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন।

টিসিবির মুখপাত্র মো. হুমায়ুন কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, টিসিবির অন্যান্য পণ্য বিক্রির সঙ্গে আলুও যুক্ত করা হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় কাওরান বাজারস্থ টিসিবি ভবনের সামনে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

সিসিএসের দাবি, ভোক্তা অধিদপ্তর দ্রুত অভিযান পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে ভোক্তা সাধারণ চরম ক্ষতিগ্রস্ত হবে।

দেশের কোল্ড স্টোরেজে মজুত থাকা আলু দ্রুত বাজারে ছাড়া এবং অসাধু মুনাফাখোরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া—এটাই এখন সময়ের দাবি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট