1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১ হাজার ৫১৫ জন ভান্ডারিয়ায় চোরের হাতে নিহত ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম ঝন্টু জামালপুরে বিশিষ্ট সমাজসেবক হারুন অর রশীদের কুলখানী অনুষ্ঠিত বিতর্কিত ফোনালাপে পদ হারালেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে ড্র করে শিরোপার দৌড় থেকে ছিটকে গেল বাংলাদেশ ভান্ডারিয়ায় পাঠাগার ভাঙচুর ও মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান গাজায় ইসরায়েলি গণহত্যা থামাতে শান্তির জন্য কাজের আহ্বান মুসলিম ওয়ার্ল্ড লীগের ভাণ্ডারিয়ায় স্বাভাবিক প্রসব ও কিশোর-কিশোরী সেবা কর্ণার উদ্বোধন উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬৮ কর্মকর্তা

ইন্দুরকানীতে ককটেল বিস্ফোরণ মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলাধীন ৩নং বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামীলীগের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ঐক্য পরিষদের বালিপাড়া ইউনিয়ন কমিটির যুগ্ম সম্পাদক আবুল হাসান হিরন (৪২) কে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৬আগষ্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার ঘোষেরহাট বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হিরন বালিপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বালিপাড়া বাজারস্ত মৃত নুরুল ইসলাম হাওলাদারের পুএ ও বালিপাড়া সিনিয়র আলিম মাদ্রাসায় অফিস সহকারী পদে কর্মরত আছে।

থানা পুলিশ ও স্হানীয় সূত্রে জানা যায়, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান হিরন আওয়ামী শাসনামলে বালিপাড়া ইউনিয়নের রাজনীতিতে বেশ সক্রিয় ভূমিকায় ছিল। তার হাতে স্হানীয় জামায়াত বিএনপির নেতাকর্মীরা নাজেহাল হতো,ভয়ে তটস্থ থাকতো ও বহু বিএনপি জামায়াতের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ এলাকা ছাড়া করছে। ক্ষমতার উৎস খুজতে হিয়ে জানা যায় সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল ও জেলা পরিষদের সাবের চেয়ারম্যান ও সাবেক এমপি মহিউদ্দিন মহারাজ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড.মতিউর রহমানের সখ্যতা থাকায়,ঘনিষ্ঠজন হিসেবে পরিচিতি থাকায় তিনি দলের সিনিয়র নেতাকর্মীদের তোয়াক্কা করতেন না। সেই হিসেবে দলীয় নেতাকর্মীরা ও তার উপর নির্ভরশীল ছিলেন।

এলাকার একাধিক ব্যক্তিদের তথ্যমতে,চাঁন সিরাজিয়া মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শরিফ সুলতান মাহমুদকে মিথ্যা অস্ত্র মামলায় জেল খাটানো, অত্র মাদ্রাসার অফিস সহকারী ও সাবেক ছাত্রদল নেতা অহিদুল ইসলামের নিয়োগ আটকে মোটা অংকের চাঁদা আদায়,সাবেক এমপি আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর গ্রেফতারের পর ফাঁসির দাবিতে মিছিল-সমাবেশ, মুক্তির দাবিতে মিছিল- সমাবেশ করতে না দেওয়া, রায় ঘোষণার পর আনন্দ- মিছিল ও মিষ্টি বিতরণসহ জিয়াউল হাসান গাজীর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে ভোট ডাকাতির ব্যাপারে সএিয় ভূমিকা পালন করেছেন বলে জানা যায়।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর এলাকা ছেড়ে গা ঢাকা দিয়ে বিএনপি জামায়াত নেতা কর্মীদের চক্ষু অন্তরালে ছিলেন। দীর্ঘদিন অনুপস্থিত থেকে আবার চাকরিতে বহাল হয়েছেন। এর আগে নাশকতা,বিস্ফোরকসহ একাধিক মামলায় জেল খেটেছে। বর্তমানে তিনটি মামলায় জামিনে থাকলেও শনিবার সন্ধ্যায় ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় (যাহার মামলা নং জিআর/৬৭) পুলিশ তাকে ঘোষেরহাট বাজার থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।

ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন জানান,বালিপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসান হিরন কে ঘোষেরহাট বাজারে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ মামলায় গ্রেফতার করা হয়েছে। এর আগেও তার নামে আরও তিনটি মামলা রয়েছে। রবিবার পিরোজপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট