ইন্দোনেশিয়ার মধ্য জাভা প্রদেশে ভারী বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো পাঁচজনের বেশি নিখোঁজ রয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে ১০ জনকে হাসপাতালে এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
গতকাল সোমবার ব্যাপক বৃষ্টিপাতের ফলে পেকালঙ্গান শহরের পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের ঘটনা ঘটে। পেকালঙ্গান শহরের পুলিশ প্রধান দনি প্রাকোসো জানিয়েছেন, পাহাড়ি এলাকার মাটি ও পাথর ধসে পড়ার কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব এলাকার রাস্তাঘাটে কাদার পুরু আস্তরণ জমে যাওয়ায় উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে।
উদ্ধারকাজ পরিচালনায় বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন স্বেচ্ছাসেবীরা। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বেরগাস চাতুরশশি পেনাজ্ঞুগান জানান, দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে দুর্ঘটনাস্থলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। তবে উদ্ধারকর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত ফুটেজে দেখা যায়, স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপ থেকে দেহ উদ্ধারে কাজ করছেন। স্ট্রেচারে করে মৃতদেহ সরানোর হৃদয়বিদারক দৃশ্য স্থানীয় এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে।
এ ঘটনায় স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবী এবং উদ্ধারকর্মীদের সহায়তায় স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
ইন্দোনেশিয়া বরাবরই প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। ঘন ঘন বৃষ্টিপাতের কারণে এই ধরনের ভূমিধসের ঘটনা প্রায়ই ঘটে। তবে এই ভয়াবহ দুর্যোগে এত প্রাণহানি এবং ব্যাপক ক্ষতি দেশটির জন্য এক বড় চ্যালেঞ্জ।