1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: আশঙ্কা উপদেষ্টা মাহফুজ ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচারে ৫ কোটি টাকার মানহানি মামলা

ঈদের জামাতে ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৩১ মার্চ, ২০২৫
ঈদের জামাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস

সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ শেষে দেশবাসীর উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান এবং জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানান।

বক্তব্যে ড. ইউনূস বলেন, “আমাদের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে, সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখতে হবে।” তিনি দেশের প্রতিটি গ্রাম, বাজার, গঞ্জ ও শহরে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়টি তুলে ধরে বলেন, “জাতির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। যারা জামাতে শরিক হতে পারেননি, তাদের জন্যও ঈদ মোবারক।”

বিশেষভাবে তিনি দেশের মা-বোনদের, প্রবাসীদের, হাসপাতাল কিংবা অন্য কোনো কারণে জামাতে অংশ নিতে না পারা ব্যক্তিদের শুভেচ্ছা জানান এবং তাদের কথা স্মরণ করেন। তিনি বলেন, “পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আছেন, আমরা তাদের ভুলে যাইনি। তাদেরও ঈদ মোবারক।”

প্রধান উপদেষ্টা বলেন, “ঈদ হলো নৈকট্য, ভালোবাসা ও সম্প্রীতির দিন। এই দিনটি যেন আমরা ভালোভাবে পালন করতে পারি, সবার কাছে পৌঁছাতে পারি—সে আহ্বান জানাই। আজ আমরা এক অটুট ঐক্য গড়ে তুলতে চাই, যা স্থায়ী হবে।”

তিনি আরও বলেন, “আজকের মোনাজাতে আমরা তাদের স্মরণ করব, যারা নতুন বাংলাদেশ গড়ার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। সবাই যেন তাদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করি। একই সঙ্গে যারা আহত হয়ে স্বাভাবিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, তারা যেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এ দোয়া করব।”

এর আগে, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। এ জামাতে ইমামতির দায়িত্ব পালন করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক, আর ক্বারী হিসেবে ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন মুহাম্মদ হাবিবুর রহমান।

নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট