1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ, রাজধানীতে তাপমাত্রা কমেছে: শীতের প্রকোপ আরও বাড়তে পারে - RT BD NEWS
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐশ্বরিয়া রাইকে দেখতে কানে সাংবাদিকদের ভিড়, শেষ পর্যন্ত এলে না চীন ও রাশিয়ার সামরিক সম্পর্ক জোরদারে প্রস্তুত বেইজিং মালয়েশিয়ায় লক্ষাধিক বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা: আসিফ নজরুল দক্ষিণ আমেরিকার আমাজনের কোকো গাছ টাঙ্গাইলে আবাদ হচ্ছে ঝিনাইদহে প্রচণ্ড গরমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চরম ভোগান্তি মেলান্দহে ভয়াবহ অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু, তিনটি গরুও পুড়ে ছাই শৈলকুপায় ৩ বাড়িতে অজ্ঞান পার্টির হানা, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস দেশের সব বিভাগে বজ্রসহ শিলাবৃষ্টির কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১ বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধে ভারতের গভীর উদ্বেগ

উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহ, রাজধানীতে তাপমাত্রা কমেছে: শীতের প্রকোপ আরও বাড়তে পারে

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
শৈত্যপ্রবাহ, উত্তরবঙ্গ শৈত্যপ্রবাহ, সিরাজগঞ্জ তাপমাত্রা, পঞ্চগড় শৈত্যপ্রবাহ, বাংলাদেশের শীত, ঢাকার তাপমাত্রা, সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশ, আবহাওয়া পূর্বাভাস, তাপমাত্রা কমার কারণ, শীতের তীব্রতা, বাংলাদেশের আবহাওয়া, জানুয়ারির শীত, তেঁতুলিয়ার তাপমাত্রা, বাঘাবাড়ির তাপমাত্রা, শীতকালীন আবহাওয়া

শীতের তীব্রতা দিন দিন বাড়ছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) থেকেই দেশের বিভিন্ন এলাকায় শীতের দাপট শুরু হয়েছে। আজ শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে এলেও শীতের তীব্রতা আরও বেড়েছে। উত্তরবঙ্গের দুটি জেলায় শৈত্যপ্রবাহ বইছে, যা আগামী কয়েক দিন আরও বিস্তার লাভ করতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে, ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই অঞ্চলে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। একই সঙ্গে সিরাজগঞ্জেও বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এই শীতল আবহাওয়ার ফলে উত্তরাঞ্চলের জীবনযাত্রা অনেকটাই ব্যাহত হচ্ছে।

শীতের প্রকোপ রাজধানীতেও অনুভূত হচ্ছে। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের তুলনায় কম।

আবহাওয়াবিদদের মতে, শনিবার (২৫ জানুয়ারি) তাপমাত্রা স্থিতিশীল থাকতে পারে। তবে রোববার (২৬ জানুয়ারি) থেকে তাপমাত্রা আরও কমবে এবং এই প্রবণতা থাকবে মঙ্গলবার পর্যন্ত। এরপর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা জানিয়েছেন, এ দফায় তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা নেই। জানুয়ারির শুরুতে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও এ সময়ে শীতের তীব্রতা তুলনামূলক কম।

অনেকেই ভাবছেন, এ দফার শীতই কি মৌসুমের শেষ শীত? আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেও শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার নজির রয়েছে। তাই এখনই শীতের বিদায় ঘণ্টা বাজবে এমনটা বলা যাচ্ছে না।

শীতের এই বাড়তি তীব্রতায় রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলের জনজীবনে প্রভাব পড়েছে। বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহের কারণে দিনমজুর ও নিম্নআয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোতে শীত আরও বাড়তে পারে। তাই আগাম প্রস্তুতি নেওয়া জরুরি।

  • সর্বনিম্ন তাপমাত্রা: সিরাজগঞ্জের বাঘাবাড়ি (৯.৬ ডিগ্রি সেলসিয়াস)।
  • রাজধানী ঢাকার তাপমাত্রা: ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
  • শৈত্যপ্রবাহের এলাকা: সিরাজগঞ্জ ও পঞ্চগড়।

শীতের এই হিমেল বাতাসে জনজীবন কষ্টময় হলেও এটি আমাদের প্রাকৃতিক চক্রের একটি অংশ। তাই উষ্ণ কাপড় ও সচেতনতার মাধ্যমে এই শীত মোকাবিলা করা সম্ভব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট