1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কাহারোলে ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে বিজয় মিছিল ও আলোচনা সভা দিঘলিয়ায় ছাত্র জনতার গণঅভ্যুত্থান দিবসে জামায়াতের গণমিছিল ও পথসভা পিরোজপুরে মাসুদ সাঈদীর নেতৃত্বে জাতীয় মুক্তি দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল ও সমাবেশ দিঘলিয়ায় আইন-শৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর নিয়মিত অভিযান সাজাপ্রাপ্ত পলাতক সাবেক চেয়ারম্যান আবু সাঈদ মনু গ্রেফতার এশিয়া কাপ ২০২৫: ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল বিসিবি ঝিনাইদহে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন, পরিবেশ রক্ষায় সচেতনতামূলক র‍্যালি যশোরে কৃষক দলের সাধারণ সম্পাদক হিরন শিকদারকে হত্যাচেষ্টা ১/১১ এর পদধ্বনি শোনা যাচ্ছে: আশঙ্কা উপদেষ্টা মাহফুজ ঝিকরগাছায় সাংবাদিক বাবুর বিরুদ্ধে অপপ্রচারে ৫ কোটি টাকার মানহানি মামলা

কলকাতায় পালিয়ে থাকা ব্যক্তিরা অপরাধী: স্বরাষ্ট্র উপদেষ্টা

আরটি বিডিনিউজ অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৩০ মার্চ, ২০২৫
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, কলকাতায় যারা পালিয়ে রয়েছে, তারা অপরাধী। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রোববার (৩০ মার্চ) সকালে জাতীয় হাইকোর্ট প্রাঙ্গণের জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘ঈদে যেকোনো ধরনের নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। ঈদে নাশকতার গুঞ্জন শুধুই গুঞ্জন, নিরাপত্তা ব্যবস্থার কোনো অভাব নেই।’

এর আগে ঢাকার কমলাপুর রেলস্টেশন পরিদর্শনে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ‘ঈদযাত্রার সময় ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে, যেখানে রেলওয়ের লোকজনও জড়িয়ে পড়ে। তবে এবার কঠোর নজরদারির কারণে কেউ কালোবাজারির সুযোগ পায়নি, ফলে যাত্রীরা অসুবিধায় পড়েননি।’

তিনি আরও বলেন, ‘শিডিউল বিপর্যয় ছাড়া সব ট্রেন নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। যাত্রীরা ভোগান্তিহীন ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করছেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘এবারের ঈদযাত্রায় পথের চাঁদাবাজি বন্ধ হয়েছে, গাড়ি থামিয়ে চাঁদা আদায়ের ঘটনা ঘটেনি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে কেউ এসব করার সুযোগ ও সাহস পায়নি।’ তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে এবং সবমিলিয়ে ঈদযাত্রা ইতিবাচক ফলাফল দিচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা সদরঘাট পরিদর্শনকালে বলেন, ‘নৌপথেও এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক। ইতোমধ্যে ১০ লাখ যাত্রী নৌপথে বাড়ি ফিরেছেন এবং ভাড়া সংক্রান্ত কোনো অসন্তোষ নেই।’

স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, এবারের ঈদযাত্রা মোটের ওপর স্বস্তিদায়ক হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকায় নাশকতার শঙ্কা নেই, ট্রেনের টিকিট কালোবাজারি রোধ করা হয়েছে, সড়কে চাঁদাবাজি বন্ধ হয়েছে এবং নৌপথের যাত্রাও নিরবচ্ছিন্ন ছিল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট