1. [email protected] : Hossain Monir : Hossain Monir
  2. [email protected] : RT BD NEWS : RT BD NEWS
  3. [email protected] : RT BD NEWS :
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত - RT BD NEWS
রবিবার, ০৪ মে ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ (বন্দর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ”—এই প্রতিপাদ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব শীর্ষক কর্মশালা। তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের লক্ষ্যে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের নাসরিন ওসমান ভবনের হলরুমে মঙ্গলবার (৭ জানুয়ারি) এ কর্মশালা আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি তরুণদের মাঝে নেতৃত্ব ও সৃজনশীলতার বিকাশ ঘটানোর পাশাপাশি সমাজ উন্নয়নে তাদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানায়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রহিমান আক্তার ইতি। তিনি তার বক্তব্যে বলেন, “তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাদের নেতৃত্ব ও সৃজনশীলতা উন্নত বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাই তরুণদের দক্ষ করে তুলতে এ ধরনের কর্মশালার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— বন্দর উপজেলা (এলজিইডি) সিও মাজহারুল ইসলাম রনি, বন্দর উপজেলা কৃষি অফিসার তাসলিমা আক্তার,  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার।

বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনা দেওয়া গেলে তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের কর্মশালা তরুণদের আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের সচিব বছির আহমেদ, আলহাজ্ব খোরশেদুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আসাদ মাস্টার, এছাড়া বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা কর্মশালায় অংশ নেন এবং তাদের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন।

এই কর্মশালার মূল উদ্দেশ্য ছিল তরুণদের সৃজনশীলতা বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন এবং সামাজিক সমস্যা সমাধানে তরুণদের ভূমিকা নিশ্চিত করা। বক্তারা বলেন, তরুণদের উন্নয়নের মূল ধারায় সম্পৃক্ত করতে হলে এ ধরনের কার্যক্রমের আয়োজন বৃদ্ধি করতে হবে।

বক্তারা আশা প্রকাশ করেন যে এই কর্মশালা তরুণদের দেশপ্রেম, মানবিকতা, এবং দায়িত্ববোধ জাগ্রত করবে। পাশাপাশি সমাজের বিভিন্ন ক্ষেত্রে তরুণদের ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করবে।

উপজেলা কৃষি অফিসার তাসলিমা আক্তার বলেন, “তরুণদের মধ্যে সম্ভাবনা অফুরন্ত। এই সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজন যথাযথ দিকনির্দেশনা। এ ধরনের কর্মশালা তরুণদের সেই দিকনির্দেশনা প্রদান করবে।”

“তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে উৎসাহিত করেছে। এ ধরনের কর্মশালা আরও বেশি আয়োজন করা হলে তরুণ সমাজ দক্ষ নেতৃত্ব ও সৃজনশীলতার মাধ্যমে জাতিকে এগিয়ে নিতে পারবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট