1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী অরবান দাবি: ইউরোপ ২০৩০ সালের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে ঝিনাইদহে উদযাপিত বিশ্ব মৃত্তিকা দিবস: স্বাস্থ্যকর মাটির গুরুত্বে আলোচনা ও কুইজ প্রতিযোগিতা ২০২৯ সাল পর্যন্ত যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকবে – ব্রিটিশ হাইকমিশনার ঝিনাইদহে ছোট ভাইয়ের বটির আঘাতে বড় ভাই নিহত দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর ভোটার সমাবেশে মাওলানা কবিরুল ইসলামের গুরুত্বপূর্ণ বক্তব্য জামালপুরে বাস চাপায় অটোরিক্সার এক যাত্রী নিহত, আহত ৫ ২০২৭ সালের মধ্যে ন্যাটোর প্রতিরক্ষা দায়িত্ব ইউরোপের নিতে হবে—যুক্তরাষ্ট্রের চাপ জাতীয় সংসদ নির্বাচন: তফসিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত নয়—ইসি

কালীগঞ্জে দূর্বৃত্তদের হাতে ১০ কাঠা জমির ধরন্ত লাউ গাছ ধ্বংস

আরিফ মোল্ল্যা
  • প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
কালীগঞ্জে এক কৃষকের দশ কাঠা জমির প্রায় একশ টি লাউ গাছ রাতের অন্ধকারে কেটে দিলো দূর্বৃত্তরা।
কালীগঞ্জে এক কৃষকের দশ কাঠা জমির প্রায় একশ টি লাউ গাছ রাতের অন্ধকারে কেটে দিলো দূর্বৃত্তরা।

ঝিনাইদহের কালীগঞ্জে দূর্বৃত্তরা ১০ কাঠা জমির ধরন্ত লাউ গাছ কেটে দিয়ে বিশাল ক্ষতি করেছে। এই নৃশংস ঘটনা ঘটে গত শুক্রবার ভোরে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামের মাঠে। ক্ষতিগ্রস্ত কৃষক নজির আহম্মেদ তার পরিশ্রম এবং বড় অঙ্কের বিনিয়োগের মাধ্যমে জমিতে লাউ চাষ করেছিলেন। এখন তিনি কান্নায় ভেঙে পড়ে প্রশ্ন তুলছেন, কীভাবে সংসার চালাবেন।

ক্ষতিগ্রস্ত নজির আহম্মেদ, কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামের মৃত তছের আলীর ছেলে। তিনি জানান, ১০ কাঠা জমিতে লাউ চাষে প্রায় ৫০ হাজার টাকার অধিক বিনিয়োগ করেছেন। জমিতে লাউ ধরতে শুরু হওয়ার পর থেকে ইতিমধ্যেই প্রায় ১২ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। এখন প্রতি দুই দিন পরপর ১২০ থেকে ১৩০টি লাউ তুলতে পারতেন, যা প্রতিটি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি করতেন। কিন্তু শুক্রবার ভোরে ক্ষেত পরিদর্শন করতে গিয়ে দেখেন, সব লাউ গাছ গোড়া থেকে কেটে ফেলা হয়েছে।

নজির আহম্মেদ বলেন, “আমি জীবনে কারও সঙ্গে কোনো ঝগড়া-বিবাদ করিনি। আমি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও জড়িত নই। তবে কারা এই কাজ করল, তা আমি বুঝতে পারছি না।” কথা বলার সময় তিনি কান্নায় ভেঙে পড়েন।

প্রতিবেশী মহিদুল ইসলাম বলেন, “নজির আহম্মেদ অত্যন্ত নিরীহ ও শান্ত প্রকৃতির মানুষ। তার মতো নির্লোভ ও ভালো মানুষ এই এলাকায় খুব কমই আছে। কারা এমন জঘন্য কাজ করল, তা আমরা কিছুতেই বুঝতে পারছি না। গাছগুলোতে অসংখ্য লাউ ঝুলছিল। এমন কাজ পশুবৃত্তি ছাড়া আর কিছুই না।”

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, “লাউ ক্ষেত ধ্বংসের বিষয়ে অভিযোগ পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এমন অমানবিক এবং নির্মম কাজ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

ক্ষতিগ্রস্ত কৃষক নজির আহম্মেদ স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীর কাছে অনুরোধ জানিয়েছেন, যেন দোষীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে তিনি সরকারের কাছ থেকেও ক্ষতিপূরণ দাবি করেছেন।

একজন নিরীহ কৃষকের ক্ষেত নষ্ট করার ঘটনা শুধু তার ব্যক্তিগত ক্ষতি নয়, এটি মানবিকতার প্রতি আঘাত। প্রশাসনের দ্রুত পদক্ষেপ এবং দোষীদের শাস্তি এ ধরনের ঘটনা প্রতিরোধে সহায়ক হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট