1. hmonir19799@gmail.com : Hossain Monir : Hossain Monir
  2. rtbdnews@gmail.com : RT BD NEWS : RT BD NEWS
  3. info@www.rtbdnews.com : RT BD NEWS :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দেশে আসছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ ‘পরশ’: তাপমাত্রা নামতে পারে ৮–১০ ডিগ্রিতে কম্বোডিয়ায় বিমান হামলার পর থাইল্যান্ডের কড়া হুঁশিয়ারি ১০ ডিসেম্বর রেকর্ড হবে সিইসির ভাষণ, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভাবনা পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত কাহারোলে জামায়াতের এমপি প্রার্থীর গণসংযোগ, দোয়া ও ভোট চাইলেন মতিউর রহমান কালীগঞ্জে গ্রামীণ সড়ক নির্মাণে ঠিকাদারের অবহেলা: ৭ গ্রামের মানুষের চরম ভোগান্তি না‌জিরপু‌রে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীলঙ্কাকে ৭৮ রানে হারালো বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ কুতুবদিয়ায় প্রধান শিক্ষকের মামলায় আটকে আছে ৩২ হাজার সহকারী শিক্ষকের পদোন্নতি

কাহারোলে বহুল আলোচিত মাহী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও খুনির ফাঁসির দাবি

সুকুমার রায়, কাহারোল, দিনাজপুর
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
মাহী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও খুনির ফাঁসির দাবি
"মাহী হত্যার বিচার চাই" – খুনির ফাঁসির দাবিতে কাহারোলে স্থানীয় এলাকাবাসী, ছাত্র ও যুব সমাজের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি। ছবি : সুকুমার রায়

দিনাজপুর জেলার কাহারোল উপজেলায় বহুল আলোচিত মাহী হত্যাকাণ্ডের খুনির ফাঁসির দাবিতে স্থানীয় এলাকাবাসী, ছাত্র ও যুব সমাজের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ১৩ মাইল গড়েয়া নামক স্থানে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এতে বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন এবং হত্যার ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

প্রতিবাদ সভায় নিহত মাহীর বাবা মোঃ জুয়েল ইসলাম হৃদয়বিদারক বক্তব্য দেন এবং সন্তানের নৃশংস হত্যার বিচার চেয়ে প্রশাসনের প্রতি আহ্বান জানান। ভাতগাঁও শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানও একই দাবি তুলে ধরেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ রেজাউল করিম দ্রুত বিচার আইনের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। যুব-বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমীন এবং মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কবিরুল ইসলাম জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন এবং সরকারকে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ ফরহাদ হোসেন ও যুগ্ম আহ্বায়ক মোঃ লিটন ইসলাম শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানান, যেন এমন হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে।

ভাতগাঁও শিক্ষা নিকেতন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন নিয়ে মিছিলে অংশ নেয় এবং খুনির দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেয়। এলাকাবাসী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা প্রতিবাদের চিত্র ধারণ করে।

সাধারণ জনগণ, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে ন্যায়বিচার ও খুনির ফাঁসির দাবিতে সোচ্চার হওয়ার মধ্য দিয়ে প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের জোরালো আহ্বান জানানো হয়। সবাই আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে এমন নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 𝑹𝑻 𝑩𝑫 𝑵𝑬𝑾𝑺 আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট